পারবে কি সাকিব?
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৪৬ পিএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার

চলতি বিশ্বকাপে বাংলাদেশ ভালো অবস্থানে না থাকলেও। ভালো অবস্থানে আছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ৬ ম্যাচে ৪৭৬ রান সংগ্রহ করে বিশ্বকাপের সর্বচ্চো রান শিকারিদের তালিকায় তৃতীয় স্থানে আছেন। তবে ভারতের বিপক্ষে কখনোই নিজেকে মেলে ধরতে পারেননি এই অলরাউন্ডার। আজ ভারতের বিপক্ষে তার জ্বলে ওঠার উপর ও নির্ভর করছে জয়।
ভারতের বিপক্ষে ম্যাচে কখনোই আসল সাকিবকে খুঁজে পাওয়া যায় না! ভারতের বিপক্ষে জ্বলে ওঠা একটা নাম মাশরাফী বিন মোর্ত্তজা সবার আগে মনে আসে। ২০০৪ সালে ঢাকায়, এরপর পোর্ট অব স্পেনে ২০০৭ বিশ্বকাপেও ভারতকে হারানো ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ তিনি। আসে মুস্তাফিজুর রহমানের নামও। ২০১৫ সালে অভিষেক ওয়ানডেতেই ভারতের বিপক্ষে নিয়েছেন ৫ উইকেট, পরের ম্যাচে ৬ উইকেট। ভারতকে হারানো এই দুই ম্যাচেরই ম্যাচসেরা ছিলেন বাঁহাতি পেসার।
তামিম ইকবালের কথাই-বা বাদ থাকবে কেন! ভারতের বিপক্ষে ম্যাচ হলেই এখনো স্মৃতিতে ভেসে ওঠে ২০০৭ বিশ্বকাপে তাঁর সেই তেড়েফুঁড়ে করা ব্যাটিংয়ের কথা।
এমন নয় যে ভারতের বিপক্ষে সাকিব বলার মতো কিছুই করেননি। সর্বশেষ জয়েই আছে অপরাজিত ফিফটি। মুশফিকুর রহিম ও সাব্বির রহমানের সঙ্গে ম্যাচ জেতানো দুটি জুটি। ২০১৫ সালের হোম সিরিজে তার আগের ম্যাচেও করেছিলেন ৫২ রান। কিন্তু এই বিশ্বকাপে সাকিব যেমন আপন আলোয় উদ্ভাসিত, বাংলাদেশের অনেক জয়েই যেমন তাঁর একক অবদান; সে রকম কিছু নেই ভারতের বিপক্ষে। নেই সেঞ্চুরি, নেই ৫ উইকেট। সর্বোচ্চ ইনিংস ৮৫ রানের, সেরা বোলিং ২৭ রানে ৩ উইকেট। ভারতের বিপক্ষে ১৭ ম্যাচে সাকিবের সাত ফিফটি ও ১৮টি উইকেটও তাই তেমনভাবে চোখে পড়ে না।
এবার কি ভারত অন্য সাকিবকে দেখবে? আশাটা করাই যায়, কারণ বিশ্বকাপের শুরু থেকেই বাংলাদেশ দল পরিণত তাঁর ‘ওয়ান ম্যান শো’তে। টুর্নামেন্টে নিজেদের সাতটি ম্যাচ হয়ে যাওয়ার পরও যে বাংলাদেশ এখনো সেমিফাইনালের স্বপ্ন দেখছে, সেটি তো সাকিবের হাত ধরেই! আর ভারতের বিপক্ষে সাকিবেরও বড় কিছু করে দেখানোর দায় আছে। সাকিব পারেন আজ ব্যক্তিগত হিসাব-নিকাশ মিটিয়ে নিতে।