ক্রিকেটপ্রেমী এক টাইগার ভক্তের কান্ড!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:০৯ পিএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার

বার্মিংহামের এজবাস্টনে আজ মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। টুর্নামেন্টে টিকে থাকার জন্য এজবাস্টনের এই ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
খেলা দেশে হোক বা দেশের বাইরে- বাংলাদেশি সমর্থকরা স্টেডিয়ামকে বানিয়ে তোলেন এক টুকরো বাংলাদেশ। এরকমই একজন বাংলাদেশি ভক্ত লন্ডনের বাসিন্দা ও আইনজীবী নাশিত রহমান। ব্যক্তিগত উদ্যোগে একটি বাস ভাড়া করে প্রতিটি ম্যাচেই তিনি ৩০ জনেরও বেশি ক্রিকেটপ্রেমিকে লন্ডন থেকে মাঠে নিয়ে যান।
আজও তিনি বাংলাদেশি দর্শকদের একটি দল নিয়ে নিজ উদ্যোগে যাচ্ছেন বার্মিংহামে বাংলাদেশ বনাম ভারতের খেলা উপভোগের জন্য। দলকে সমর্থন যোগানো কিংবা প্রতিপক্ষ দলের সমর্থকদের পাল্টা নানা কার্যকলাপের মাধ্যমে স্টেডিয়ামকে প্রাণবন্ত করে তোলাই তাদের মূল উদ্দেশ্য।
এ ব্যাপারে নাশিত রহমান বলেন, ‘আমরা যারা বিদেশে থাকি আমাদের দুটি পরিচয়। প্রথমত আমরা বাংলাদেশি দ্বিতীয়ত আমরা হয়তো ব্রিটিশ, আমেরিকান কিংবা অন্য দেশের নাগরিক। যে কারণে আমরা অনেক সময় আত্মপরিচয় দ্বন্দ্বে ভুগি। তার বাংলাদেশের মানুষদের কাছে অনেক সময় আমরা যারা প্রবাসী আছি, তাদের দেশপ্রেম অনেক সময় প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে। এ দুটি বিষয়ের উত্তর দেয়া থেকেই বিষয়টি মাথায় আসে’।