শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

বাংলাদেশ-ভারত ম্যাচ: আবহাওয়া কি বলছে?

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:০৫ পিএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার

বিশ্বকাপে খাদের কিনারায় দাঁড়িয়ে বাংলাদেশ। এখানেও বাধা হয়ে দাঁড়িয়ে ভারত। অতীতের হিসাব-নিকাশ তো আছেই, সেই সঙ্গে বিশ্বকাপে টিকে থাকতে হলে জয় ছাড়া কোনো পথ খোলা নেই বাংলাদেশের সামনে। বার্মিংহামের এজবাস্টনে আজ মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এবারের আসরে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালেও ভারতের বিপক্ষে এজবাস্টনে ঝলমলে রোদেই খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ-ভারতের ম্যাচে এজবাস্টনের আকাশ আজ রোদ ঝলমলে থাকবে। যদিও বৃষ্টি হওয়ার ক্ষীণ সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়ার পূর্বাভাসে নিশ্চিত করা হয়েছে আকাশে মেঘ থাকলেও বৃষ্টিপাত ছাড়াই ভারত-বাংলাদেশের ম্যাচটি অনুষ্ঠিত হবে। এমন ঝলমলে আবহাওয়া বেশ ব্যাটিংবান্ধব হবে।

বিশ্বকাপের আসরে টিকে থাকতে হলে আজ জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। ভারত বধ করার মিশন নিয়েই খেলতে নামবে মাশরাফী বাহিনী।