সোমবার   ১১ আগস্ট ২০২৫   শ্রাবণ ২৬ ১৪৩২   ১৬ সফর ১৪৪৭

ফ্লাইটের খবর জানাবে গুগল অ্যাসিসট্যান্ট

নিউজ ডেক্স

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:১৪ এএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

এয়ারপোর্টে পৌঁছে চেক ইন করার পরে বিমান দেরির খবর পাওয়ার অনুভূতি সুখকর নয়। এই সমস্যার সমাধানে বাড়ি থেকে বের হওয়ার আগেই আপনার ফ্লাইট স্ট্যাটাস জানিয়ে দেবে গুগল অ্যাসিস্ট্যান্ট।

সব বিমানের তথ্য একত্রিত করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং ব্যবহার করে সেই তথ্য পর্যালোচনা করে বিমান দেরিতে ছাড়বে কী না, তা জানিয়ে দেবে গুগল। বিমান কোম্পানি আপনাকে দেরিতে বিমান ওড়ার খবর দেওয়া অনেক আগেই সেই খবর আপনার কাছে পৌঁছে দেবে গুগল অ্যাসিস্ট্যান্ট।

গুগল অ্যাসিস্ট্যান্ট নিজের অ্যালগোরিদম থেকে যখনই বিমান দেরির খবর জানতে পারবে, তখনই আপনাকে সেই খবর জানিয়ে দেবে। ফলে এয়ারপোর্টে রওনা হওয়ার আগেই ফ্লাইট ডিলে হওয়ার খবর পাবেন গুগল অ্যাসিস্ট্যান্ট গ্রাহকরা।

এ বছরের শুরুতে গুগল ফ্লাইটস অ্যাপের মধ্যে প্রথম এই ফিচার শুরু হয়েছিল। গুগল দাবি করেছে, এই প্রোগ্রামে কম্পিউটার যদি কোনো বিমান দেরি করে ছাড়বে বলে মনে করে, ৮৫ শতংশ সময় তা সত্যি হয়। সম্প্রতি এক ব্লগ পোস্টে এই খবর জানিয়েছেন গুগল।

গুগল আরও জানিয়েছে, ‘আমরা একই ফ্লাইটের অনেক দিনের তথ্য ও এয়ারপোর্টের তথ্য একসঙ্গে মিলিয়ে এই সম্ভাবনার কথা জানাই।’

নতুন এই ফিচারে এয়ারলাইন কোম্পানির অনেক আগেই গুগল আপনাকে বলে দেবে কত দেরিতে ছাড়বে আপনার বিমান।

গুগল অ্যাসিস্ট্যান্টে লগ ইন করে কণ্ঠস্বর ব্যবহার করে অথবা টাইপ করে নিজের ফ্লাইট সম্পর্কে জানতে চাইলে বিমান সময় মতো ছাড়বে, না দেরি করবে, তা জানিয়ে দেবে গুগল।

এ ছাড়াও যেসব গ্রাহকের ফ্লাইট দেরিতে ছাড়বে তাদের স্মার্টফোনে নোটিফিকেশনের মাধ্যমে এই খবর জানিয়ে দেবে  গুগলের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট।