শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

কন্যা সন্তানের বাবা হলেন ওয়ার্নার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৩১ এএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার

ফিরে এসে দরুন ফর্মে সময় ভালোই কাটছে ওয়ার্নারের। হয়তো নবাগত কন্যা সন্তানের ভাগ্যেই তার এমন প্রত্যাবর্তন! তার দারুণ ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে নিশ্চিত করেছে সেমিফাইনাল। 

বর্তমান চ্যাম্পিয়নদের ব্যাটিং লাইনআপের অন্যতম বড় অস্ত্র ডেভিড ওয়ার্নার এবার পেয়েছেন আরও একটি সুখবর। তৃতীয়বারের মত কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি।

নিজের তৃতীয় সন্তানের জন্মের খবর দিয়েছেন ওয়ার্নার নিজেই। মেয়ের নাম রাখা হয়েছে ইসলা রোজ ওয়ার্নার। তার বড় দুই বোন আইভি মায়ে ও ইন্ডি রায়ের সঙ্গে মা ক্যান্ডিস ওয়ার্নারের কোলে থাকা ইসলার ছবি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

 

ওয়ার্নার বলেন, ‘গত রাত সাড়ে দশটায় আমরা আমাদের পরিবারের নবীনতম সদস্য ইসলা রোজ ওয়ার্নারকে অভিবাদন জানালাম। ক্যান্ডিস আসলেই অসাধারণ। মা ও বাচ্চা দুজনই বেশ ভালো আছেন। ইসলার বড় বোনদের আদর আহ্লাদ যেন থামছেই না।’

বল টেম্পারিং ইস্যুতে ক্রিকেট ক্যারিয়ার লণ্ডভণ্ড হওয়ার সময়ে মানসিক চাপে ওয়ার্নারের স্ত্রীর গর্ভপাত হয়। নতুন সন্তানের মুখ দেখে সেই দুঃখ হয়ত অনেকটা ভুলেই যাবেন ওয়ার্নার ও ক্যান্ডিস। 

বিশ্বকাপ ধরে রাখার অন্যতম ভরসা ওয়ার্নারের এই সুসংবাদে অস্ট্রেলিয়ার ক্রিকেট গণমাধ্যমের সঙ্গে ওয়ার্নার ভক্তদের মনেও লেগেছে খুশির জোয়ার।