শনিবার   ১৩ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৯ ১৪৩২   ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আজ মাঠে নামা হচ্ছে না মাহমুদুল্লাহ’!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৩০ এএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার

আজ অনুশীলনে এসে এজবাস্টন প্রাকটিস গ্রাউন্ডের এক প্রান্তে দাঁড়িয়ে ফিজিও তিহান চন্দ্র মোহনের সঙ্গে স্ট্রেচিং ও পায়ের মাংসপেশীর কয়েকটি ব্যায়াম করেন, তারপরই মাঠ থেকে বেরিয়ে চলে গেলেন মাহমুদুল্লাহ। আর কোন অনুশীলন করতে দেখা যায় নি তাকে। 

তাহলে কী মাংসপেশীর টানে ভারতের বিপক্ষে বিশ্বকাপের হেভিওয়েট ম্যাচ থেকে ছিটকে গেলেন তিনি?

সোমবার সংবাদ সম্মেলনে আসা টাইগার দলপতি মাশরাফী বিন মোর্ত্তজাকে রিয়াদের খেলা নিয়ে প্রশ্ন করা হয়। তিনিও স্পষ্টত কিছুই বলতে পারলেন না তার ব্যাপারে। 

 

শুধু বললেন,‘মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাপারে এখনো ফিজিও ফাইনাল কল দেয়নি। এখনো কিছু সময় হাতে আছে। তারপরে দেখে বলবে।’

তবে প্রধান নির্বাচক নান্নু জানান, ‘রিয়াদ সম্ভবত খেলতে পারছে না। তাই ওর বদলি নিয়ে ভাবছি।’ তবে টিম সূত্রে জানা গেল মাহমুদুল্লার জায়গায় খেলতে পারেন সাব্বির রহমান।

সাউদাম্পটনে আফগানিস্তান ম্যাচে ডান পায়ের পেশীতে টান পেয়েছিলেন টাইগার মিডল অর্ডার মাহমুদউল্লাহ। ফলে ওই ম্যাচে আর ফিল্ডিংয়ে নামা হয়নি তার।