রোববার   ১৮ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ২০ জ্বিলকদ ১৪৪৬

বিজেএমসির বিপক্ষে আবাহনীর জয়

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২৮ এএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার

সম্প্রতি ভারতের মাটিতে ইতিহাস রচনা করে এএফসি পর্বের নক আউটে পা রাখে ঢাকা আবাহনী। আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা দলটি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বিজেএমসির বিপক্ষে জয় তুলে নিতে ঘাম ঝড়াতে হয়েছে। 

নোয়াখালির শহীদ ভুলু স্টেডিয়ামে অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে স্বাগতিক টিম বিজেএমসিকে ২-১ ব্যবধানে হারিয়েছে ঢাকা আবাহনী। এর আগে বিপিএলের প্রথম লেগেও ঢাকায় টিম বিজেএমসির সঙ্গে ১-০ ব্যবধানে জয় পেয়েছিল তারা।

বিপিএলের আজকের ১৭ তম ম্যাচে দিনের প্রথম গোল আসে টিম বিজেএমসির কাছ থেকে। ২৬ মিনিটে সরাসরি কর্নার থেকে গোল করেন অধিনায়ক স্যামসন। লিড নেয় বিজেএমসি। প্রথমার্ধের ৪৬ মিনিটেই সমতায় ফেরে আবাহনী। বেলফোর্টের পাস থেকে হেডে গোল করেন আবাহনীর মিডফিল্ডার জুয়েল রানা। 

 

ম্যাচের ৬০ মিনিটে আবাহনীর ত্রাতা হয়ে আসেন মাশিহ সাইঘানি। তার হেডেই ম্যাচে লিড নেয় সফরকারিরা। মূলত তার গোলেই জয়ের বন্দরে পৌঁছে আবাহনী।

পয়েন্ট তালিকায় ১৭ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে কিংসের পরেই  ঢাকা আবাহনী। এক ম্যাচ কম খেলে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। 

আর ১৭ ম্যাচে মাত্র এক জয়ে ৮ পয়েন্ট নিয়ে অবনমন শঙ্কার জোনে টিম বিজেএমসি।