রোববার   ১৮ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ২০ জ্বিলকদ ১৪৪৬

জয় ছাড়া বিকল্প নেই টাইগারদের সামনে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২৩ এএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার

শেষে এসে দারুণভাবে জমে উঠেছে এবারের ক্রিকেট বিশ্বকাপ। সেমিফাইনালের দৌড়ে এখনো রয়েছে ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশ। এই ৫ দলের যেকোনো ৩টি যাবে সেমিফাইনালে। রান রেটের হিসেবে ভারত অনেকটা নিশ্চিত থাকলেও বাকী দলগুলোর জন্য প্রতিটি ম্যাচই যেনো বাঁচা মরার লড়াই। 

বাংলাদেশ সেমিফাইনালের লক্ষ্যে বিশ্বকাপ খেলতে যায় এবং এখনো এই দৌড়ে টিকে আছে বেশ ভালোভাবেই। তবে সর্বশেষ ম্যাচ ইংল্যান্ড জয়লাভ করায় কিছুটা কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের সেমিফাইনাল স্বপ্ন। 

সকল টাইগার সমর্থকদের মনে এখন একটাই প্রশ্ন, সেমিতে যেতে হলে কি কি সমীকরণ বাধা পেরোতে হবে বাংলাদেশকে। ডেইলি বাংলাদেশের পাঠকদের জন্য সেই সমীকরণই তুলে ধরা হলো:

 

৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে বাংলাদেশের বর্তমান অবস্থান ৬ নম্বরে। পাকিস্তান ৯ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে, ইংল্যান্ড ১০ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে এবং নিউজিল্যান্ড ১১ পয়েন্টনিয়ে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে আছে। 

বাংলাদেশ ছাড়া এই তিন দল ৮ টি করে ম্যাচ খেলেছে অর্থ্যাৎ প্রত্যেকরই বাকি রয়েছে ১টি করে ম্যাচ। বাংলাদেশের বাকি রয়েছে দুটি ম্যাচ যথাক্রমে ভারত এবং পাকিস্তানের সাথে।

ইংল্যান্ড ৮ম ম্যাচ জেতায় এখন বাংলাদেশকে ২ টি ম্যাচেই জিততে হবে। অন্যথায় সেমির লক্ষ্য অপূর্ণ থেকে যাবে টাইগারদের। 

ইংল্যান্ড যদি শেষ খেলায় নিউজিল্যান্ডের সঙ্গে হেরে যায় তবে রান রেটের চিন্তা ছাড়াই ২ ম্যাচ জয়ে বাংলাদেশ চলে যাবে সেমিফাইনালে। 

তবে ইংল্যান্ড জিতলে সেখানে নিউজিল্যান্ডের রানরেট নিয়ে ভাবতে হবে বাংলাদেশকে।

 

রান রেটে এগিয়ে থাকতে বাংলাদেশকে ভারত এবং পাকিস্তানের সঙ্গে ভালো ব্যবধানে জিততে হবে। যদি দুই ম্যাচই ভালো ব্যবধানে জিততে পারে বাংলাদেশ তবে তেমন চিন্তা ছাড়াই সেমিতে যেতে পারবে টাইগাররা। 

পরবর্তী ম্যাচে বাংলাদেশের জয় ছাড়া সবই অর্থহীন হয়ে পড়বে। এজন্য ভারতের বিপক্ষে ম্যাচটি ভালো পয়েন্ট নিয়েই জিততে হবে।