এস এ গেমসের প্রশিক্ষণে ১৫ কোটি টাকা বরাদ্দ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:১৭ এএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার

প্রয়োজনীয় অর্থের অভাবে আসন্ন এস এ গেমসের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করতে বিলম্ব হচ্ছিল। প্রশিক্ষণ কার্যক্রমে ১৫ কোটি টাকা অর্থ বরাদ্দ প্রদান করা হয়েছে।
সোমবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ মারফত জানা যায়, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের অনুরোধে অর্থ সচিব এ অর্থ বরাদ্দ দেন।
উক্ত অর্থ কয়েকদিনের মধ্যেই ছাড় করা হবে বলে তিনি জানিয়েছেন। বরাদ্দকৃত অর্থ গত বারের বরাদ্দের চেয়ে দ্বিগুনের বেশি।
গত এস এ গেমসের প্রশিক্ষণ কার্যক্রমে বরাদ্দ ছিল ৭ কোটি টাকা। পাশাপাশি সাউথ এশিয়ান গেমসে অংশগ্রহনের জন্য প্রয়োজনীয় অর্থ খেলোয়াড়দের নেপালে যাওয়ার পূর্বেই প্রদান করা হবে বলে অর্থ সচিব প্রতিমন্ত্রীকে নিশ্চিত করেছেন।