সোমবার   ১১ আগস্ট ২০২৫   শ্রাবণ ২৬ ১৪৩২   ১৬ সফর ১৪৪৭

ইন্টারনেটে প্রতি মিনিটে যা ঘটে

নিউজ ডেক্স

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:১০ এএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

ইন্টারনেটের প্রতি নির্ভরতা মানুষের দিন দিন বাড়ছে। দৈনন্দিন জীবনযাপনে জড়িয়ে রয়েছে নেটদুনিয়া। কিন্তু জানেন কি, প্রতি এক মিনিটে এই ইন্টারনেটজুড়ে কত বার্তা আদান-প্রদান হয়ে চলেছে প্রতিদিন? সংখ্যার হিসাব দেখলে চোখ কপালে উঠবে। জেনে নিন বিস্ময়কর সেই তথ্যগুলো।

ই-মেইল
প্রতি মিনিটে সারা পৃথিবীতে ১৫ কোটি ই-মেইল পাঠানো হয়।

হোয়াটসঅ্যাপ
২ কোটি ৮ লাখ হোয়াটসঅ্যাপ করা হয় প্রতি মিনিটে।

স্ন্যাপচ্যাট
প্রতি এক মিনিটে ৫ লাখ ২৭ হাজার ৭৬০টি ফটো শেয়ার হয় স্ন্যাপচ্যাটে।

ফেসবুক
ফেসবুকে ৭ লাখ ১ হাজার ৩৮৯ অ্যাকাউন্ট লগ ইন হয় প্রতি মিনিটে। এক মিনিটে ২ কোটি ৯৩ হাজার স্ট্যাস্টাস আপডেট হয় ফেসবুকে। এতে প্রতি মিনিটে ১ লাখ ৩৬ হাজার ফটো আপলোড হয়।

ইউটিউব
প্রতি ১ মিনিটে ২ কোটি ৭৮ লাখ ভিডিও ভিউ হয় ইউটিউবে।

গুগল
এই সময়ে ২ কোটি ৪ লাখ প্রশ্ন করা হয় গুগলকে। 

ইনস্টাগ্রাম
৩৮,১৯৪ ফটো মাত্র এক মিনিটের মধ্যে পোস্ট করা হয় ইনস্টাগ্রামে।

টুইটার
৩ লাখ ৪৭ হাজার ২২২টি টুইট হয় প্রতি মিনিটে।

স্কাইপে
প্রতি মিনিটে ১ লাখ ৪ হাজার ৩০০টি কল হয় স্কাইপে।

প্লে স্টোর
অ্যাপস স্টোর থেকে ৫১ হাজার অ্যাপস ডাউনলোড হয় প্রতি মিনিটে।