বাংলাদেশের বিপক্ষে ইনজুরি নিয়েও খেলবেন ওয়াহাব
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:১০ এএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার

বিশ্বকাপের সেমি ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছিল পাকিস্তান। সেই আশায় প্রায় জল ঢেলে দিয়েছিল আফগানিস্তান।
কিন্তু শেষ পর্যন্ত ব্যাটসম্যানদের বিচক্ষণতায় ম্যাচ জিতে নেয় পাকিস্তান। আফগানদের বিপক্ষে ইনজুরি নিয়ে খেলেছেন ওয়াহাব রিয়াজ। ইনজুরি সত্ত্বেও বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবেন এই তারকা।
পাকিস্তানের বেশ কঠিন মুহূর্তে রিয়াজের ১৫ রানের মূল্যায়ন কোনোভাবেই করা সম্ভব নয়। আফগানদের বিপক্ষে শেষ দুই ওভারে তার দৃঢ়চেতা ব্যাটিংয়ের কারণেই সেদিন বেঁচে যায় পাকরা। ম্যাচের পর জানা গেল ইনজুরি নিয়েই সেদিন খেলেছেন ওয়াহাব রিয়াজ।
আগামী শুক্রবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। ইনজুরি হলেও খেলবেন রিয়াজ। ম্যাচের পর পাক পেসার বলেন, 'এই ম্যাচে আমি ইনজুরি নিয়ে খেলেছি। কাজেই বাংলাদেশের বিপক্ষে আমার মাঠে নামা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।’