রোববার   ১৮ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ২০ জ্বিলকদ ১৪৪৬

সংবাদ সম্মেলনে আসেনি ভারত

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৫১ এএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার

নিময়ানুসারে প্রতিটি ম্যাচের আগে দু'দলের একজন করে প্রতিনিধি সংবাদ সম্মেলনে উপস্থিত হন। অধিকাংশ ক্ষেত্রে অধিনায়কই সংবাদ মাধ্যমের সঙ্গে ম্যাচ নিয়ে নিজেদের ভাবনা ও প্রস্তুতি নিয়ে কথা বলেন।

প্রথা মেনে সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা হাজির হলেও ভারতীয় দলের কোনো প্রতিনিধি আসেনি। বার্মিংহামের এজবাস্টনে আজ মঙ্গলবার মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।

ম্যাচটি ঘিরে টাইগার সমর্থকদের প্রত্যাশা অনেক। এই ম্যাচটি হেরে গেলেই সেমির স্বপ্ন নিভে যাবে। অন্যদিকে এখন পর্যন্ত ১ ম্যাচে হেরে যাওয়া ভারত এই ম্যাচ জিতলেই সেমিতে জায়গা পাবে। ফলে দুদলের জন্যই ম্যাচটি অতি গুরুত্বপূর্ণ। যদিও ভারতের সামনে সুযোগ থাকবে আরো এক ম্যাচ। 

গণমাধ্যমকে মাশরাফী জানান, ভারতের বিপক্ষে আমরা আত্মবিশ্বাসী। তারা অনেক শক্তিশালী দল। এ ধরনের বিগ ম্যাচে জিততে হলে তিন বিভাগেই ভালো করতে হবে। আমরা যে ম্যাচগুলো হেরেছি সেসব ম্যাচে সব বিভাগে ভালো করতে পারিনি। তবে আমরা আমাদের সেরাটা দিয়েই চেষ্টা করবো।