বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

ভর্তুকি কমাতে বাড়ানো হয়েছে গ্যাসের দাম: ওবায়দুল কাদের

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৪৪ এএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গ্যাসের দাম বাড়ানো কিছুটা অস্বস্তিকর। তবে ভর্তুকি কমাতে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার সচিবালয়ে তিনি এসব কথা বলেন। এসময় মন্ত্রিসভার সম্প্রসারণ হতে পারে বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের আরো বলেন, বরগুনার রিফাত হত্যায় কোন ছাড় নয়। সরকার প্রধানসহ সংশ্লিষ্টরা জিরো টলারেন্স দেখাচ্ছেন বলেই এখন পর্যন্ত ৯ জন গ্রেফতার হয়েছে। বাকীদের গ্রেফতারে চেষ্টা চলছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে সরকারি দলের কেউ জড়িত থাকলে ছাড় পাবে না।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের অবস্থা আশঙ্কামুক্ত নয় বলেও জানান ওবায়দুল কাদের।