শনিবার   ১৩ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৮ ১৪৩২   ২০ রবিউল আউয়াল ১৪৪৭

সামার চিলারস্

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:১১ পিএম, ১ জুলাই ২০১৯ সোমবার

এই গরম থেকে একটু তৃপ্তি ও স্বস্তি দিতে ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রির্সোট অতিথিদের জন্য আয়োজন করেছে সামার চিলারস্ -এর। 

 

আয়োজনে আছে ফলের জুস, স্মুদি, মিক্সড ফ্রুটপাঞ্জসহ দেশি-বিদেশি নানা ধরনের ফল দিয়ে তৈরি ভিন্ন ভিন্ন স্বাদের পানীয়। 

ঢাকা রিজেন্সির কমফি লাউঞ্জ, বাবল ফ্লেবার লাউঞ্জ এবং রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্যা স্কাইলাইন রেস্টুরেন্টে থাকছে এই সামার চিলারস্ আয়োজন।