রোববার   ১৮ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ২০ জ্বিলকদ ১৪৪৬

জয়ের পর যা বললেন ইংলিশ অধিনায়ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৪৭ এএম, ১ জুলাই ২০১৯ সোমবার

বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৩১ রানে দারুন এক জয় পেয়েছে ইংল্যান্ড। এ জয়ে সেমিফাইনালে খেলার আশা আবারো উজ্জ্বল হয়েছে ইংল্যান্ডের। 

ম্যাচ শেষে ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান বলেন, মূলত স্পিনারদের বিপক্ষে রান তুলতে পারার ফলেই স্কোর বোর্ডে বড় সংগ্রহ পেয়েছে তারা। 

ইংলিশ অধিনায়ক বলেন, শেষ দিকে এ পিচে ব্যাট করাটা কঠিন ছিল। বল ব্যাটে ঠিকমতো আসছিল না। মূলত মাঝের ওভারে ভারতীয় স্পিনারদের বিপক্ষে রান তুলে নিতে পারার ফলেই বড় রান করতে পেরেছি। এ জায়গাতেই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। বেয়ারস্টো অসাধারণ ব্যাট করেছে। স্টোকস ইনিংসটাও ছিল দেখার মতো।

ইংল্যান্ডকে সেমিফাইনালে খেলতে হলে শেষ ম্যাচে জয় প্রয়োজন। ৩ জুলাই নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচটার দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশও।