রোববার   ১৮ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ২০ জ্বিলকদ ১৪৪৬

শুরুতেই ওকসে বিদায় রাহুলের

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৪৫ এএম, ১ জুলাই ২০১৯ সোমবার

বিশ্বকাপে সেমিতে ওঠার গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। উপমহাদেশের তিন দেশের ক্রিকেট স্বার্থ জড়িত এই একটা ম্যাচের ওপর। আগে ব্যাট করে ৩৩৭ রানের বড় সংগ্রহ পায় ইংল্যান্ড। জবাবে শুরুতেই লোকেশ রাহুলকে হারাল ভারত।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৯ রান।

৩৩৮ রানের জবাবেব ব্যাট করতে নেমে শুরুতেই ঘরে ফিরলেন লোকেশ রাহুল। ওকসের বলে কট এন্ড বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন তিনি। ৯ বলের মোকাবেলায় কোন রান করতে পারেননি শেখর ধাওয়ানের পরিবর্তে সুযোগ পাওয়া রাহুল।

 

এর আগে এজবাস্টনে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান। শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে ইংলিশ ওপেনাররা। বেয়ারস্টোর সেঞ্চুরি ও বেন স্টোকস ও রয়ের হাফ সেঞ্চুরিতে বড় স্কোর গড়ে ইংল্যান্ড। ভারতের বোলিং তোপের সামনেও ৩৩৭ রানের বড় স্কোর দাড় করায় ইংলিশরা।

ম্যাচটি জিতলে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে অনেকটা এগিয়ে যাবে ইংল্যান্ড। অন্যদিকে ব্রিটিশদের হারে সেমিফাইনালের টিকিট কাটবে ভারত।