মুক্তিযোদ্ধাকে উড়িয়ে বসুন্ধরার জয়
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৪৪ এএম, ১ জুলাই ২০১৯ সোমবার

ঘরের মাঠ নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে উড়িয়ে বসুন্ধরা কিংস জয় তুলে নিল ।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে রোববার মুক্তিযোদ্ধাকে ৪-১ গোলে হারিয়ে নিজেদের শীর্ষস্থান আরও শক্ত করল বসুন্ধরা ।
এই মৌসুমে আগের দেখায় ৩-১ গোলে মুক্তিযোদ্ধার বিপক্ষে জিতেছিল বসুন্ধরা। দ্বিতীয়বারও বড় ব্যবধানে তারা জিতলো নাসির উদ্দিন চৌধুরীর জোড়া গোলে। খেলার শুরুতে গোল খাওয়ার পর প্রথমার্ধেই দুই গোল করেন বসুন্ধরার এই ডিফেন্ডার।
১২ মিনিটে বালো ফরমোজার অ্যাসিস্টে মেহেদী হাসান রয়্যাল এগিয়ে দেন মুক্তিযোদ্ধাকে। দুশবেকভের সহায়তায় ৩৩ মিনিটে নাসির সমতায় ফেরান বসুন্ধরাকে। প্রথমার্ধের ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে তার গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় তারা। এই গোলে নাসিরকে অ্যাসিস্ট করেন দানিয়েল কলিনদ্রেস।
বিরতি থেকে ফিরে আরও দুই গোলের দেখা পায় বসুন্ধরা। ৬৮ মিনিটে ইব্রাহিমের অ্যাসিস্টে মার্কোস ভিনিসিয়াস করেন তৃতীয় গোল। শেষ অর্ধে ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে দুশবেকভের বানিয়ে দেওয়া বলে লক্ষ্যভেদ করেন আলমগীর কবির রানা।
এনিয়ে টানা ১০ ম্যাচ জিতলো বসুন্ধরা। ১৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বসুন্ধরা। সমান খেলে তাদের চেয়ে ৭ পয়েন্ট পেছনে রয়েছে আবাহনী (৩৯)।