রোববার   ১৮ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ২০ জ্বিলকদ ১৪৪৬

বিশ্বকাপ বাছাইয়ের উদ্দেশে দেশ ছাড়ল আরচ্যারী দল

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৪৩ এএম, ১ জুলাই ২০১৯ সোমবার

জার্মানীর বার্লিনে অনুষ্ঠিতব্য “আরচ্যারী ওয়ার্ল্ড কাপ, স্টেজ-৪” এ অংশগ্রহণের লক্ষ্যে সকালে জার্মানীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে বাংলাদেশ আরচ্যারী দল।

রোববার সকাল ০৬:২৫ মি: ঢাকা থেকে জার্মানীর উদ্দেশ্যে রওয়ানা দেয় তিন সদস্য বিশিষ্ট বাংলাদেশ আরচ্যারী দলটি। আরচ্যারী ফেডারেশনের মিডিয়া, প্রকাশনা ও জনসংযোগ কমিটি আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন।

 

 

দলটির প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন মি: মার্টিন ফ্রেডারিক। দলে রিকার্ভ পুরুষ আরচ্যার মো: রুমান সানা ও রিকার্ভ মহিলা আরচ্যারী বিউটি রায়। বাংলাদেশ আরচ্যারী দল উক্ত ওয়ার্ল্ড কাপে রিকার্ভ পুরুষ একক, রিকার্ভ মহিলা একক এবং রিকার্ভ মিশ্র দলীয় ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে। ‘আরচ্যারী ওয়ার্ল্ড কাপ, স্টেজ-৪’ এর কোয়ালিফিকেশন রাউন্ড ০২ জুলাই-২০১৯ এবং সমাপণী খেলা ০৭ জুলাই-২০১৯ তারিখে অনুষ্ঠিত হবে।

বিশ্ব আরচ্যারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে প্রথমবার পদক এনে দেয়া রোমান সানার এবারের লক্ষ্য বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা লাভ করা। 

দুই সপ্তাহ আগে নেদারল্যান্ডসে বিশ্ব আরচ্যারী চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে দারুণ সাফল্য পান রোমান। প্রথমবার জেতেন ব্রোঞ্জ পদক। এই টুর্নামেন্টে সাফল্যের স্বীকৃতি হিসেবে পান সরাসরি টোকিও অলিম্পিকে খেলার টিকিট।