বড় সংগ্রহে চালকের আসনে ইংল্যান্ড
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৪৩ এএম, ১ জুলাই ২০১৯ সোমবার

ভালো শুরুর পর ৪ উইকেট হারিয়েছে ইংলিশরা। তবে বেয়ারস্টোর সেঞ্চুরিতে চালকের আসনে ইংল্যান্ড।
উপমহাদেশের তিন দেশের ক্রিকেট স্বার্থ জড়িত এই একটা ম্যাচের ওপর। ম্যাচটা জিতলে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে অনেকটা এগিয়ে যাবে ইংল্যান্ড। তাই আজ এই ম্যাচের উপর কড়া নজর এই তিন দেশের।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৪৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৭৭ রান।
এজবাস্টনে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হয় ভারত ও ইংল্যান্ড। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান। ব্যাট করতে নেমে প্রথম উইকেট হারালো তারা। কুলদ্বীপের বলে রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ দিয়ে ৬৬ রান করে আউট হন জেসন রয় ।
তবে শুরু থেকেই আক্রমণাত্মক খেলা বেয়ারস্টো তুলে নিয়েছেন টুর্নামেন্টে তার প্রথম সেঞ্চুরি। মাত্র ৯০ বলেই সেঞ্চুরি পেয়ে যান বেয়ারস্টো।
ক্রমেই হাত থেকে বের হতে যাওয়া ম্যাচে ভারতকে ফেরান শামী। তার জোড়া আঘাতে ভালোভাবে ম্যাচে ফিরেছে ভারত। বেয়ারস্টো ১১১ রানে আউট হওয়ার পর মরগানও শামীর বলে বিদায় নেন মাত্র ১ রান করেই।
আজ ভারতের বিপক্ষে ইংলিশরা পরাজিত হলেই দ্বার খুলে যাবে পয়েন্ট টেবিলে নিচের সারিতে থাকা দলগুলির। তাই আজ পাক-লংকা-টাইগারদের নজরে রয়েছে ভারত-ইংল্যান্ড ম্যাচ।