শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

ম্যানচেস্টারের ভবিষ্যৎ তারকা ওয়ান বিসাকা!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৪০ এএম, ১ জুলাই ২০১৯ সোমবার

এবারের মৌসুমে ভালো কিছুর আশা করতেই পারেন ম্যান ইউর সমর্থকরা। কারণ নতুন সাইনিংয়ে তাদের দলে যোগ দিয়েছেন ওয়ান বিসাকা।

ক্রিস্টাল প্যালেস থেকে আসা এ রাইট ব্যাকের উজ্জ্বল ভবিষ্যতই আশা করছেন ভক্তরা। 

ক্রিস্টাল প্যালেস একাডেমি থেকে উঠে আসা বিসাকার গল্প খুব বেশিদিনের নয়। ১৮ মাস আগে একাডেমীতে যোগ দেওয়ার পর থেকেই খেলা দিয়ে সবার মন জয় করতে থাকেন বিসাকা। মূল দলে মৌসুমের শেষের দিকে সুযোগ পান তিনি।

পুরোদমে কাজে লাগিয়ে ফেলেন সুযোগটা। টটেনহাম, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির বিপক্ষে অসাধারণ খেলে মুগ্ধ করেন সবাইকে। 

মাত্র ৩ ম্যাচ খেলেই ক্রিস্টাল প্যালেসের ‘প্লেয়ার অফ দা ইয়ার’ নির্বাচিত হন বিসাকা। ম্যান ইউ সুযোগ বুঝে লুফে নেয় বিসাকাকে। ভক্ত সমর্থকদের আশা, ভবিষ্যতের বড় তারকাই হয়ে উঠবেন তিনি।