শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

ন্যাশন্স কাপের শেষ ষোলোতে মিশর

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৩৮ এএম, ১ জুলাই ২০১৯ সোমবার

উগান্ডাকে হারিয়ে আফ্রিকান কাপ অব ন্যাশন্স এর গ্রুপ পর্বের খেলায় চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে স্থান করে নিয়েছে মিশর। উগান্ডার বিপক্ষে ২-০ গোলে হারিয়েছে মোহাম্মদ সালাহর দল। দলের হয়ে গোল করেছেন সালাহ ও আহমেদ এল মোহাম্মাদী।

রোববার রাতে ঘরের মাঠে উগান্ডার বিপক্ষে বেশ দাপটের সঙ্গেই খেলতে থাকে স্বাগতিক মিশর। প্রথমার্ধে ম্যাচের ৩৬ মিনিটে গোল পান মোহাম্মদ সালাহ। ফ্রি কিক থেকে সালাহ’র নেয়া বাঁকানো শট জালে জড়ায়। এটা ছিল মিশরের হয়ে চলতি বছর সালাহর দ্বিতীয় গোল। প্রথমার্ধের ইনজুরি সময়ে ব্যবধান দ্বিগুণ করেন এল মোহাম্মাদী। দ্বিতীয়ার্ধে দুই পক্ষই মরিয়া হয়ে খেললেও কোনো দলই গোলের দেখা পায়নি। 

আগেই নকআউট পর্ব নিশ্চিত করেছিল মিশর। 'এ' গ্রুপের খেলায় মিশরকে কোনো গোলও হজম করতে হয়নি। তবে মিশরের বিপক্ষে হেরেও শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে উগান্ডা।