শুক্রবার   ১১ জুলাই ২০২৫   আষাঢ় ২৭ ১৪৩২   ১৫ মুহররম ১৪৪৭

প্যারিসে শাড়িতে মোহময়ী প্রিয়াঙ্কা!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০৪ এএম, ১ জুলাই ২০১৯ সোমবার

প্যারিসে জো জোনাস ও সোফি টারনারের বিয়ের দ্বিতীয় অনুষ্ঠানে দেশি সাজে ধরা দিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এসময় নিক জোনাস পত্নী প্রিয়াঙ্কা চোপড়ার পরনে ছিল প্যাসটেল পিংক শাড়ি। আর এ বিয়ে উপলক্ষে ফ্রান্সে বসে চাদের হাট। 

 

 

বিয়েতে নিক ও প্রিয়াঙ্কার পাশাপাশি ছিলেন জো ও নিকের ভাই কেভিন জোনাস ও তার স্ত্রী ড্যানিয়েল জোনাস। পরিবারের পাশাপাশি ছিলেন সেলিব্রিটি বন্ধু ও সহকর্মীরাও। সোফির গেম অফ থ্রনসের কো-স্টার মেইসি উইলিয়ামসকেও দেখা যায় সেখানে। ছিলেন উইলমার ভারদেরামা ও মডেল আমান্দা পাচেকো। 

 

 

এই বিশেষ অনুষ্ঠানে নিজের দেশি ঐতিহ্যকেই বরণ করে নেন পিগি চপস। সব্যসাচী কালেকশনের গোলাপি শাড়ির পুরোটাতেই ছিল ফ্লোরাল এমব্রয়ডারির কাজ। অ্যামি প্যাটেলের স্টাইলে মাথায় খোঁপা, গোলাপি গোলাপ, হিরের কানের দুল ও হালকা সোনার চেনে প্রিয়াঙ্কাকে মোহময়ী দেখিয়েছে।