বৃহস্পতিবার   ২১ আগস্ট ২০২৫   ভাদ্র ৫ ১৪৩২   ২৬ সফর ১৪৪৭

দুই মাসের শিশুকে মাটিতে পুঁতে বাড়িতে আগুন দিল মা!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৩৯ এএম, ৩০ জুন ২০১৯ রোববার

নির্মম! সন্তানের প্রতি এরকম নির্দয় আচরণ খুব ঘটে না। ঘটনার সূত্রে জানা যায়, কোনো কিছুতেই অসুখ সারছিল না দুই মাসের দুধের শিশুটির। ফলে মা অত্যন্ত চিন্তায় থাকত। অবসাদেও ভুগতেন। এক পর্যায়ে নিলেন ভয়াবহ সিদ্ধান্ত।

শিশুকে হত্যা করে নিজের ঘরেই পুঁতে রাখলেন এক মা। এতেই ক্ষান্ত হয়নি। এর পরের ঘটনা আরো মর্মান্তিক।

পরে শিশুকন্যা মারা গেলে প্রতিবেশীদের ওই মা বলেন, তিনি বাড়ির ভেতর ছোট্ট শিশুর মরদেহ মাটিতে পুঁতে বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের সীতাপুর এলাকায়। 

এএসপি মাধুবন সিং বলেন, ঘটনার পর মহিলাকে গ্রেফতার করা হয়েছে। বাড়ির ভেতর থেকে দুই মাসের শিশুকন্যার মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মর্মান্তিক ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।