বৃহস্পতিবার   ২১ আগস্ট ২০২৫   ভাদ্র ৫ ১৪৩২   ২৬ সফর ১৪৪৭

আফগানিস্তানে তালেবান হামলায় ২৫ রেঞ্জার গার্ড নিহত

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৩২ এএম, ৩০ জুন ২০১৯ রোববার

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশে রেঞ্জার গার্ড বাহিনীর সদস্যদের ওপর তালেবান হামলায় ২৫ জন নিহত হয়েছেন। 

শনিবার এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় প্রাদেশিক কর্তৃপক্ষ জানিয়েছে। - খবর ইয়েনি সাফাক

বাঘলান প্রাদেশিক কাউন্সিলের সদস্য হানিফ কোহগেদাই জানান, প্রদেশের নাহরেইন জেলার রেঞ্জার গার্ড স্টেশনে তালেবানরা অতর্কিত হামলা চালায়। তাদের এ হামলায় ২৫ জন রেঞ্জার গার্ড নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত আরো আটজন। 
তবে স্থানীয় প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, হামলায় নিহতের সংখ্যা অন্তত ৩০ জন হবে।

 

হামলার ঘটনার পর ঘটনাস্থল এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে হানিফ জানিয়েছেন।