রোববার   ২১ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৬ ১৪৩২   ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

জো-সোফির প্রি-ওয়েডিং সেলিব্রেশন শুরু

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৫৬ এএম, ৩০ জুন ২০১৯ রোববার

প্যারিসে অফিসিয়াল বিয়ের ঘোষণা করার পরই সপরিবারে এখন ফ্রান্সে জোনাস ব্রাদার্স। উপস্থিত প্রিয়াংকা চোপড়াও। এবার প্রি-ওয়েডিং সেলিব্রেশন নিয়ে মেতেছে জমাট রোম্যান্সের শহর প্যারিস। লাস ভেগাসের পর প্যারিস এখন প্রেমের জোয়ারে ভাসছে। 

সাদা সাটিন গাউনে অভিনেত্রী সোফি টার্নারের সঙ্গেই ছিলেন জো জোনাস। 

 

 

ফর্মাল ডিনারে সাদা সাটিন ওয়ান সোল্ডার গাউন পড়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।