শনিবার   ০৩ মে ২০২৫   বৈশাখ ১৯ ১৪৩২   ০৫ জ্বিলকদ ১৪৪৬

আইওটি ডিভাইসের জন্য নতুন আতঙ্ক ম্যালওয়্যার সিলেক্স

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:১৭ এএম, ৩০ জুন ২০১৯ রোববার

আইওটি ‘ইন্টারনেট অব থিংস’ ডিভাইস সমূহের জন্য নতুন আতঙ্ক হিসেবে উদ্ভব হয়েছে ভয়ানক ম্যালওয়্যার সিলেক্স। সিলেক্স নামক ক্ষতিকর এ ম্যালওয়্যারটি একদমই নতুন একটি ম্যালওয়্যার। এটি ২০১৭ সালে বিশ্বের বিভিন্ন দেশের আইওটি ডিভাইস সমূহের ফার্মওয়্যার ধ্বংস করে দেয়া ‘ব্রিকার বোট’ ম্যালওয়্যারের চেয়েও ভয়ানক।

এটি এতোটাই ভয়ানক যে টেক বিষয়ক ব্লগ 'স্ল্যাশডট টেক' - এ ম্যালওয়্যারটি ছড়িয়ে পড়ার কিছুক্ষণ পরই এই প্রতিবেদনটি লেখা শুরু করা হয়। ততক্ষণে ম্যালওয়্যারটি সাড়ে তিনশোরও বেশি আইওটি ডিভাইসে ছড়িয়ে পড়েছে। আর প্রতিদেনটি লেখা শেষ করে প্রকাশ করতে করতে তা দুই হাজারেরও বেশি ডিভাইসকে আক্রান্ত করে ফেলে। খুবই দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে এই ম্যালওয়্যারটি। ম্যালওয়্যারটি যিনি তৈরি করেছেন তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই ম্যালওয়্যারটিকে আরো শক্তিশালী করা হবে। 

তথ্য নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠাণ ‘অ্যাকামাই’ এর গবেষক ল্যারি সর্ব প্রথম এই ম্যালওয়্যারটি সনাক্ত করেন। তিনি জানান, সিলেক্স প্রথমে আইওটি ডিভাইসের স্টোরেজে প্রবেশ করে এর ফায়ারওয়াল প্রতিরোধ ব্যবস্থা ধ্বংস করে দেয়। এরপর এটির নেটওয়ার্ক কনফিগারেশন ব্যবস্থাকে রিমুভ করে দিয়ে ডিভাইসটির কার্যক্রম বন্ধ করে দেয়। 

 

এই ম্যালওয়্যারটি থেকে রক্ষা পেতে হলে ডিভাইসের ব্যবহারকারীকে অবশ্যই ডিভাইসটির ফার্মওয়্যার ম্যানুয়্যালি রিইন্সটল করে নিতে হবে, যা বেশির ভাগ ব্যবহারকারীর জন্য খুবই জটিল একটি কাজ।