সোমবার   ১১ আগস্ট ২০২৫   শ্রাবণ ২৬ ১৪৩২   ১৬ সফর ১৪৪৭

এই ফোনে থাকছে পাঁচটি ক্যামেরা

নিউজ ডেক্স

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:৪৫ এএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

এই বছরের শেষে বাজারে আসার কথা ছিল নকিয়ার পরবর্তী ফ্ল্যাগশিপের। কিন্তু ক্যামেরা উৎপাদিনে সমস্যা দেখা যাওয়ার কারণে বাজারে আসতে দেরি হচ্ছে। এই ফোনের প্রধান আকর্ষন ফোনের পিছনে পাঁচটি ক্যামেরা। ইতিমধ্যেই একাধিক ছবিতে এই ফোনের ক্যামেরা দেখা গিয়েছে। ইন্টারনেটে প্রকাশিত নতুন ছবিতে ফোনের গ্লাস ব্যাক ও পেন্টা রিয়ার ক্যামেরা সেট আপ দেখা গিয়েছে।
 
সম্প্রতি ইনস্ট্রাগামে নকিয়া-৯ ফোনের একটি ছবি প্রকাশিত হয়েছে। এই ছবিতে ফোনটি এক ব্যক্তি হাতে ধরে রয়েছেন। ফোনের পিছনে রয়েছে

জেইস ব্র্যান্ডের পাঁচটি ক্যামেরা। সাথে রয়েছে একটি এলইডি ফ্ল্যাশ। এছাড়াও ছবি দেখা গিয়েছে নতুন নকিয়া ফোনে রয়েছে গ্লাস ব্যাক।

একাধিকবার কনসেপ্ট ছবি দেখা গেলেও এটি দেখতে কেমন হবে জানার জন্য ফোন লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ২০১৯ সালের শুরুতেই এই ফোন লঞ্চ করতে পারে এইচএমডি গ্লোবাল।

আগে একাধিক রিপোর্টে জানা গিয়েছিল নকিয়া-৯ এ থাকবে অ্যানড্রয়েড পি অপারেটিং সিস্টেম, ৮ জিবি, ২৫৬ জিবি স্টোরেজ, ৪,১৫০ ব্যাটারি।