রোববার   ১৮ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ২০ জ্বিলকদ ১৪৪৬

বোল্টের হ্যাটট্রিকে ২৪৩ রানে আটক অজিরা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:০২ এএম, ৩০ জুন ২০১৯ রোববার

বিশ্বকাপে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ফেভারিট ইংল্যান্ডকে হারিয়ে শেষ চারের টিকিট পায় তারা। নিউজিল্যান্ডের অবস্থাও প্রায় একই। হাতে রয়েছে ১১ পয়েন্ট। আর মাত্র একটি ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে ব্ল্যাক ক্যাপসদের। এমন সমীকরণের ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে মধ্যম মানের স্কোর করেছে অজিরা।

নির্ধারিত ৫০ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২৪৩ রান। 

শনিবার শুরুতেই টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ। দলীয় ১৫ রানে বোল্টের বলে এলবিতে ফেরেন অজি অধিনায়ক ফিঞ্চ। আজ সুবিধা করতে পারেননি ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ ও। লকি ফার্গুসনের বলেই ক্যাচ হন এই দুই ক্রিকেটার। দলীয় অর্ধশতের আগেই মাঠ ছাড়ে ৩ অজি ব্যাটসম্যান। ওয়ার্নার ১৬ ও স্মিথ ৫ রান করেন।

 

 

স্টয়নিস ও ম্যাক্সওয়েলকে ফেরান জিমি নিশাম। দুই অজি ব্যাটসম্যানকেই ক্যাচ আউট করেন এই কিউই বোলার। এর আগে তারা দুজন করেন যথাক্রমে ২১ ও ১ রান। 

৯২ রানে ৫ উইকেট হারিয়ে ধুকতে থাকে অস্ট্রেলিয়া। তবে এরপর খাজা ও ক্যারি মিলে এগিয়ে নেন দলকে। দুজনের ১০৭ রানের জুটিতে ম্যাচে ফেরে অস্ট্রেলিয়া। ব্যক্তিগত ৭১ রানে কেন উইলিয়ামসনের বলে আউট হয়ে যান ক্যারি। সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন খাজাও। অসাধারণ ইনিংসটির পরিসমাপ্তি ঘটে শেষ ওভারে। বোল্টের বলে ফেরার আগে খাজা খেলেন ৮৮ রানের ইনিংস। 

প্যাট কামিন্স ২৩ রানে অপরাজিত থাকেন। 

কিউইদের হয়ে হ্যাটট্রিক সহ ৪ উইকেট নেন বোল্ট। এছাড়া লকি ও নিশাম ২টি করে উইকেট নেন। 

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া ২৪৩/৯  (৫০ ওভার)
খাজা ৮৮, ক্যারি ৭১
বোল্ট  ৫১/৪, নিশাম ২৮/২