রোববার   ১৮ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ২০ জ্বিলকদ ১৪৪৬

বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট যেন সোনার হরিণ!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:০১ এএম, ৩০ জুন ২০১৯ রোববার

টাইগার ভক্তদের জন্য বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট এখানে সোনার হরিণ। বাংলাদেশ-ভারত ম্যাচ ২ জুলাই এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে যেকোনো মূল্যে থাকা চাই। 

বিশ্বকাপ শুরুর আগে প্রবাসী বাঙালিদের যারা অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারেননি, তারা এখন হন্যে হয়ে ঘুরছেন। যেকোনো মূল্যে ২ জুলাই এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে থাকা চাই। ৬০ পাউন্ডের টিকিট কালোবাজারে ২০০ পাউন্ডে কিনছেন।

 

গোল্ড, প্লাটিনাম ক্যাটাগরির টিকিটের দাম আরও চড়া। ভিন্ন উপায়ে সেটি কিনে নিতে খরচ করতে হবে ৩০০ পাউন্ডের কাছাকাছি।

বিশ্বকাপ শুরুর আগে অনলাইনে মুহূর্তেই শেষ হয়ে গিয়েছিল এজবাস্টনের এই ম্যাচের টিকিট। যার দুই-তৃতীয়াংশ ভারতীয় সমর্থকদের দখলে। শেষবেলায় খেলা দেখার তাড়নায় বাংলাদেশি দর্শকদের রাতের ঘুম হারাম। পাউন্ড আছে টিকিট নেই! নেটওয়ার্ক ছড়িয়ে দিয়ে কেউ কেউ ক্রিকেটারদের সঙ্গেও যোগাযোগ করছেন উপায় না দেখে।

মঙ্গলবারের ম্যাচে এজবাস্টনে ভারতের সমান দর্শক সমর্থন পাবে না বাংলাদেশ। তবে ব্যবধান কতটা কমিয়ে আনা যায় সে চেষ্টা করে যাচ্ছেন প্রবাসী বাঙালিরা। তাতে টিকিটের মূল্য যতই লাগুক! 

ইংল্যান্ডের সব মাঠেই বাংলাদেশ পেয়েছে প্রবাসী দর্শকদের বিপুল সমর্থন। গ্যালারি মাতিয়ে সমর্থকরা হয়ে ওঠেন ম্যাচের ‘টুয়েলভথ ম্যান’। মাশরাফী-সাকিবরাও শক্তি হিসেবে দেখেন এটিকে। 

 

টাইগারদের একটু কাছাকাছি থাকতে হাজার পাউন্ড খরচ করে অনেকেই উঠেছেন বাংলাদেশের টিম হোটেলে। কিছুটা কথাবার্তা, উৎসাহ দেয়াই বড় তাদের কাছে। বাংলাদেশি আবেগের কাছে পাউন্ড এখানে সত্যিই নস্যি!