রোববার   ১৮ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ২০ জ্বিলকদ ১৪৪৬

প্রতিপক্ষ নিয়ে ভাবার সময় নেই: মোসাদ্দেক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৫৬ এএম, ৩০ জুন ২০১৯ রোববার

ছুটি কাটিয়ে রোববার থেকে আবার টাইগাররা মাঠের অনুশীলনে নামবেন। ছক কষবেন কিভাবে ভারতকে  আটকানো যায়।

বাংলাদেশ দলের অফস্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন অবশ্য বলছেন, মাঠে ভারতের বিপক্ষে খেলছি ভেবে বাড়তি চাপ নেওয়ার পক্ষে নন তারা।

ভারত বিপক্ষে ম্যাচের আগে বেশ ফুরফুরে আছেন টাইগাররা। আয়ারল্যান্ড সফরের পরে বিশ্বকাপে টানা খেলছেন মাশরাফি বাহিনী। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাই একটা বিশ্রাম দরকার ছিল। 

 

ওদিকে শুরুর দিকে ধীরে সুস্থে খেলা ভারত এখন টানা ম্যাচ খেলছে। পাঁচ দিনের ব্যবধানে তিনটি ম্যাচ খেলবেন তারা। বিশ্বকাপ সূচির মধ্যে পাওয়া বিশ্রামটা তাই খুব কাজে দিয়েছে বলে মনে করছেন মোসাদ্দেক।

এখন ভারতের বিপক্ষে বড় পরীক্ষার জন্য মানসিক প্রস্তুতি নেওয়ার পালা। আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে দারুণ ইনিংস খেলা মোসাদ্দেক বলেন, 'আমাদের সামনে দুই ম্যাচ বাকি। পয়েন্ট টেবিলে আমাদের এখন যে অবস্থান, প্রতিপক্ষ নিয়ে ভাববার সময় নেই। ভারত শক্ত প্রতিপক্ষ। তারা ব্যাটিং-বোলিং সব দিক থেকেই গোছালো দল। তবে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ভালো করবো আশা করছি।'

টাইগারদের সেমিফাইনালে যেতে হলে ভারত ও পাকিস্তানের বিপক্ষে জিততে হবে। ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর আত্মবিশ্বাসী বাংলাদেশ। এছাড়া দলের অবস্থাও ভালো। সাকিব আল হাসান দুর্দান্ত ফর্মে আছেন। মুশফিক ভালো করছেন। ওপেনিংয়ে লম্বা জুটি না হওয়া নিয়ে চিন্তা আছে। তবে শেষ দিকে আবার মাহমুদুল্লাহ-মোসদ্দেক রান পাচ্ছেন। সব মিলিয়ে ছন্দে আছেন স্টিভ রোডসের শিষ্যরা।

 

ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের চিন্তা  এজবাস্টনের উইকেট নিয়ে। এজবাস্টনে আগের দু্ই ম্যাচে অবশ্য বড় স্কোর হয়নি। তবে রোববার ইংল্যান্ড-ভারত ম্যাচ দিয়ে উইকেটের চরিত্র টাইগারদের সামনেপরিষ্কার হবে।