রোববার   ১৮ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ২০ জ্বিলকদ ১৪৪৬

যে রেকর্ডের সামনে সাকিব-তামিম-মুশফিক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৫০ এএম, ৩০ জুন ২০১৯ রোববার

বিশ্বকাপের দ্বাদশ আসরে এখনো সেমির দেখা পায়নি বাংলাদেশ। তবে পারফরমেনসে উজ্জ্বলই বলা যায় টাইগারদের। আগামী ২ জুলাই ভারতের বিপক্ষে মাঠে নেমেই নতুন রেকর্ড গড়বেন বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডবের তিন পান্ডব মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এ ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপ ইতিহাসের কোন দলের তিন ক্রিকেটার টানা ২৮টি ম্যাচ খেলার রেকর্ড গড়বেন এ তিন টাইগার।

২০০৭ বিশ্বকাপের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে একসাথে পথচলা শুরু হয়েছিল তিন টাইগারের। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে তিন ক্রিকেটারের অভিষেক তিন সময়ে। সবার আগে অভিষেক হয়েছিল মুশফিকুর রহিমের। তারপরে সাকিব আল হাসান ও সবার শেষে তামিম ইকবালের। ভারতের বিপক্ষে ম্যাচে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন এ তিন ক্রিকেটার।

সে বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল ভারতকে হারানো। আর সেই ম্যাচে ফিফটি হাঁকিয়েছিলেন এ তিন ক্রিকেটারই। সেবার তো দলকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন মুশফিক। এই পর্যন্ত এ তিন ক্রিকেটারের চতুর্থ বিশ্বকাপ। আর এই বিশ্বকাপে এসে নতুন রেকর্ড তৈরি করতে যাচ্ছেন তামিম-সাকিব ও মুশফিক।

 

বিশ্বকাপ ইতিহাসের কোন দলের প্রথম কোন তিন ক্রিকেটার একটানা ২৮ ম্যাচ খেলবেন তারা। রেকর্ডটি গড়া হতো আগেই। যদি না ২০১৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়া কিংবা ২০১৯ বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে ম্যাচটি পণ্ড না হতো। ২০০৭ বিশ্বকাপ থেকে শুরু করে এখন পর্যন্ত একটানা ২৭টি ম্যাচ খেলেছেন এ তিন ক্রিকেটার।

২ তারিখ ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে নামলেই এই রেকর্ড নিজেদের নামে করে নিবেন সাকিব তামিম ও মুশফিক। বিশ্বকাপ ইতিহাসের টানা সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড রয়েছে আরও দুইটি। আর সেই দুইটিই শ্রীলংকার। ১৯৯৬ থেকে ২০০৭ পর্যন্ত একটানা ২৭টি ম্যাচ খেলেছেন জয়াসুরিয়া-ভাস ও মুত্তিয়া মুরালিধরন এবং ২০০৭ থেকে ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত একটানা ২৭টি খেলেছেন শ্রীলংকার সাঙ্গাকারা-জয়াবর্ধনে ও দিলশান।