রোহিত আউট, রিতিকার কড়া প্রতিক্রিয়া! (ভিডিও)
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৪৯ এএম, ৩০ জুন ২০১৯ রোববার

বিশ্বকাপে ওল্ড ট্র্যাফোর্ডে পাকিস্তানি বোলারদের বিরুদ্ধে ১৪০ রানের ইনিংস খেলেছিলেন ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা। বৃহস্পতিবার সেই ওল্ড ট্র্যাফোর্ডে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে থার্ড আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার তিনি।
সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১২২ রান, কেনিংটন ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৭ রান, ম্যানচেস্টারে পাকিস্তানের বিরুদ্ধে ১১৩ বলে ১৪০ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন রোহিত। কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে মাত্র এক রানে ড্রেসিংরুমে ফিরতে হয় ভারতীয় ওপেনারকে।
ওল্ড ট্র্যাফোর্ডে এদিন ক্যারিবিয়ান পেসারদের বিরুদ্ধে সতর্কতার সঙ্গে শুরু করেছিলেন রোহিত। চতুর্থ ওভারে ভারতীয় ইনিংসের প্রথম বাউন্ডারি আসে রোহিতের ব্যাট থেকে। ইনিংসের প্রথম ছক্কাটিও মারেন তিনি। কিন্তু ইনিংসের ষষ্ঠ ওভারের শেষ ডেলিভারিতে থার্ড-আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হন রোহিত। ব্যক্তিগত ১৮ রানে আম্পায়ারের বিতর্কিত আউটে ড্রেসিংরুমে ফিরতে হয় তাকে।
বিতর্কিত আউট হবার পর রোহিত শর্মাকে যত না বেশি হতাশ দেখিয়েছিল, তার চেয়েও গ্যালারিতে রোহিতের স্ত্রী রীতিকাকে অবাক হতে বেশি দেখা গেছে । বিস্মিত হয়ে তিনি বলতে থাকেন ‘হোয়্যাট’! রোহিত শর্মার স্ত্রী রিতিকা সাজদের সেই অভিব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।