রোববার   ১৮ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ২০ জ্বিলকদ ১৪৪৬

কমলা রঙের জার্সিতে মাঠে নামবে ভারত

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৪৮ এএম, ৩০ জুন ২০১৯ রোববার

বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের জার্সির রঙ কাছাকাছি হওয়ায় আইসিসি বিশ্বকাপে হোম ও অ্যাওয়ে জার্সির ব্যবস্থা করে। তাই চলতি বিশ্বকাপে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে কমলা রঙের জার্সি পরে মাঠে নামতে যাচ্ছে টিম ইন্ডিয়া।

শুধু বিশ্বকাপে নয়, আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার ফুটবলের মতো হোম ও অ্যাওয়ে জার্সির চালু করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাটি।

 

 

বার্মিংহামে বিশ্বকাপের আয়োজক ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ম্যাচের আগে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে অ্যাওয়ে জার্সি। নতুন অভিজ্ঞতা নিতে তর সইছে না ভারতীয় ক্রিকেটারদের। ‍নতুন জার্সিতে মাঠে নামতে মুখিয়ে আছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কমলা জার্সি গায়ে জড়িয়ে তোলা ছবি পোস্ট করে নিজেদের উন্মাদনা প্রকাশ করেছেন খেলোয়াড়রা।

নতুন জার্সিতে ভারতীয় ক্রিকেটাররালেগস্পিনার যুজবেন্দ্র চাহাল যেমন টুইট করেছেন, ‘নতুন জার্সিতে গর্জন তুলতে প্রস্তুত।’ ওপেনার লোকেশ রাহুলের সঙ্গে তোলা ছবি পোস্ট করে পেসার ‍মোহাম্মদ সামি লিখেছেন, ‘নতুন জার্সিতে পরের ম্যাচের জন্য প্রস্তুত।’ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসসি) টুইট, ‘বিশেষ উপলক্ষ, বিশেষ কিট। রবিবার ইংল্যান্ডের বিপক্ষে টিম ইন্ডিয়া এই জার্সি গায়ে খেলবে।’

 

তবে ভারতের অ্যাওয়ে জার্সির পুরোটা অবশ্য কমলা নয়। পেছনের দিক ও হাতা কমলা হলেও সামনের দিকটা ডার্ক ব্লু। রঙিন জার্সিতে ওয়ানডে শুরুর পর এবারই প্রথম ভারত এই ধরনের জার্সি গায়ে খেলবে।