অভিনয়ে যুবরাজ সিং!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৪২ এএম, ৩০ জুন ২০১৯ রোববার

ক্রিকেটের ইনিংস শেষ করে এবার অভিনয়ের ইনিংসে নামছেন ভারতীয় সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং। কিছুদিন আগেই ১৯ বছরের বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি টেনেছেন এই ক্রিকেটার। বাবা যোগরাজ সিংয়ের পথ ধরে ক্রিকেটের পর অভিনয়েই নামছেন তিনি।
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি সিরিজ ‘দ্য অফিস’-এর ভারতীয় সংস্করণে অভিনয় করতে যাচ্ছেন সুদর্শন এ ক্রিকেট তারকা। একই নামে হটস্টারে প্রচারিত হবে ১৩ পর্বের ওয়েব সিরিজটি।
এক সাক্ষাৎকারে যুবরাজ বলেন, নতুন কিছুর চেষ্টা করতে সবসময়ই ভালো লাগে। সারাজীবন ক্রিকেট খেলেছি, ক্রিকেটই সবকিছু দিয়েছে। কিন্তু, এটা জীবনের এত বড় অংশ জুড়ে ছিল যে, আর কিছু করার সময় পাইনি। তাই ভাবলাম, এবার অন্য কিছুর চেষ্টা করি, মজা হবে।
অভিনয়ে নিয়মিত হবেন কি-না এ প্রসঙ্গে তিনি বলেন, পথ খোলা আছে, ধীরে-সুস্থে সিদ্ধান্ত নেয়া যাবে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনই ব্যাট-প্যাড চিরদিনের মতো তুলে রাখতে চান না যুবরাজ সিং। আইপিএলে না খেললেও বোর্ড অনুমতি দিলে, অন্য টি-টোয়েন্টি লিগে খেলতে চান ভারতের বিশ্বকাপজয়ী দলের এ সদস্য।