রোববার   ১৮ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ২০ জ্বিলকদ ১৪৪৬

নিজেদের জয় পাকিস্তানকে উপহার আফগানদের

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:০৫ এএম, ৩০ জুন ২০১৯ রোববার

খেলা নিজেদের হাতের মুঠোয় এনে শেষ পর্যন্ত ধরে রাখতে পারল না আফগানরা। নিজেদের জয় তুলে দিল পাকিস্তানের হাতে। আফগানদের বিপক্ষে সহ ম্যাচ কঠিন করে ৩ উইকেটে জয় পায় পাকিস্তান। এই জয়ে সেমির পথে আরো একধাপ এগিয়ে গেল পাকিস্তান।

আফগানদের দেয়া ২২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালোই এগোচ্ছিল পাকিস্তান। কিন্তু আফগানদের মাপা বোলিংয়ে এক সময় ব্যাক ফুটে চলে যায় পাকরা। পরে ধীরে ধীরে জয় থেকে দূরে চলে গেলেও শেষ পর্যন্ত ইমাদ ওয়াসিম ও সাদাব খানের ব্যাটিং দৃঢ়তায় জয়ের বন্দরে পৌঁছে যায় টিম পাকিস্তান।   

এর আগে শনিবার শনিবার ইংল্যান্ডের হ্যাডিংলি লিডসে টস জিতে পাকিস্তানের বিপক্ষে ৯ উইকেটে ২২৭ রান সংগ্রহ করে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করে করেন আসগর আফগান ও নজিবুল্লাহ জাদরান। টস জিতে ব্যাটিংয়ে নেমে ২৭ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া আফগানিস্তানের হাল ধরেন হাসমতউল্লাহ শহীদি ও আসগর আফগান।

তৃতীয় উইকেটে আসগর আফগানের সঙ্গে ৩০ রানের জুটি গড়তেই সাজঘরে ফেরেন ওপেনার হাসমতউল্লাহ। তবে অনবদ্য ব্যাটিং করে যান বিশ্বকাপের আগে অধিনায়কত্ব হারানো আসগর আফগান। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যাওয়া আসগরকে লেগ স্পিনে বিভ্রান্ত করেন শাদাব খান। তার আগে চতুর্থ উইকেটে ইকরাম আলিখিলের সঙ্গে ৬৪ রানের জুটি গড়েন আসগর।

আসগর আফগানের বিদায়ের পর সুবিধা করতে পারেননি ইকরাম। ইমাদ ওয়াসিমের বলে মোহাম্মদ হাফিজের শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। তার আগে ৬৬ বল খেলে মাত্র ২৪ রান করেন ইকরাম। ছয় নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা আফগান সাবেক অধিনায়ক মোহাম্মদ নবীকে ১৬ রানে ফেরান ওয়াহব রিয়াজ।

এরপর সপ্তম উইকেটে সামিউল্লাহ সেনওয়ারিকে সঙ্গে নিয়ে ৩৫ রানের জুটি গড়েন নজিবুল্লাহ জাদরান। এই জুটিতে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যান নজিবুল্লাহ। তাকে সাজঘরে ফেরান দুর্দান্ত বোলিং করে যাওয়া শাহীন শাহ আফ্রিদি। তার আগে ৫৪ বলে ৬টি চারের সাহায্যে ৪২ রান করেন নজিবুল্লাহ। ইনিংসের শেষ দিকে সামিউল্লাহ সেনওয়ারির ১৯ রানে ভর করে ২২৮ রান তুলতে সক্ষম হয় আফগানিস্তান।