রোববার   ১৮ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ২০ জ্বিলকদ ১৪৪৬

পাকিস্তান-আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৩৪ পিএম, ২৯ জুন ২০১৯ শনিবার

বিশ্বকাপের কয়েকটা ম্যাচে ইংল্যান্ড হেরে উপমহাদেশের দেশ পাকিস্তান, শ্রীলংকা ও বাংলাদেশের মনে আশার সঞ্চার করেছিল। এই তিন দেশেরও সামনে সুযোগ তৈরি হলো সেমি ফাইনালের মঞ্চে যাওয়ার। 

শ্রীলংকার এরইমধ্যে সম্ভাবনা শেষ হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে। আজ আফগানিস্তান-পাকিস্তানের খেলা। বাংলাদেশ তাকিয়ে আছে এই ম্যাচের দিকে।

সেমিফাইনালে ওঠার জন্য আজ পাকিস্তানকে আফগানদের বিপক্ষে জিততেই হবে। কারণ পাকিস্তানের সঙ্গে একই পয়েন্ট নিয়ে টেবিলে পাঁচ নম্বরে আছে বাংলাদেশ। উপরন্তু রান রেটেও পাকদের চেয়ে বহুগুণে এগিয়ে আছে টাইগাররা। তাই আজকের ম্যাচে জিতে পয়েন্ট তালিকায় বাংলাদেশকে টপকানোর আপ্রাণ চেষ্টা চালাবে সরফরাজরা। 

 

অন্যদিকে, এই ম্যাচে পরাজয় মানে পাকিস্তানকে অনেকটাই ছিটকে দেবে টুর্নামেন্ট থেকে। তাতে বাংলাদেশের পথ প্রশস্ত হবে। তাই এই ম্যাচে পাকিস্তানের পরাজয় চাওয়া অমূলক নয় টাইগারদের কাছে।