বৃহস্পতিবার   ২১ আগস্ট ২০২৫   ভাদ্র ৬ ১৪৩২   ২৬ সফর ১৪৪৭

ধর্ষণে ব্যর্থ হয়ে মা-মেয়ের চুল কেটে দিয়েছে দুর্বৃত্তরা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৪০ পিএম, ২৯ জুন ২০১৯ শনিবার

ভারতের বিহারে ধর্ষণে বাধা দেয়ায় মারধরসহ মা ও মেয়ের মাথার চুল কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃস্পতিবার বিহারের ভাইসালি বিহারি গ্রামে এ ঘটনা ঘটে বলে হিন্দুস্থান টাইমস জানিয়েছে।

পুলিশ জানায়, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ খুরশীদ এক নারীর ঘরে জোরপূর্বক ঢোকে। ওই নারীর ১৯ বছরের মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই নারী বাধা দিলে খুরশীদ ও তার সহযোগীরা মা-মেয়েকে মারধর করে।

তারা মা-মেয়ের মাথার চুল কেটে ন্যাড়া করে দেয়। তারা মা-মেয়েকে এই অবস্থায় গ্রামে ঘুরে বেড়াতে বাধ্য করে। এ ঘটনার ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

 

পরে এ ঘটনায় জড়িত কাউন্সিলর খুরশীদ, একজন নাপিত ও আরো তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় সাতজনকে আসামি করে একটি মামলা দায়ের হয়েছে।

পুলিশ কর্মকর্তা সঞ্জয় কুমার বলেন, ঘটনার তদন্ত চলছে। অন্য জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ওই মেয়ে বলেন, অভিযুক্তরা জোর করে ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। এসময় তার মা বাধা দিলে দুজনকেই লাঠি দিয়ে পেটায় তারা। তাদেরকে জোর করে ঘর থেকে বের করে দিয়ে পঞ্চায়েত বসায়। এসময় খুরশীদ নাপিত ডেকে তাদের চুল কেটে দিতে বলে। পরে তাদের গ্রামে ঘোরানো হয়।