সেরে উঠছেন মাহমুদউল্লাহ, খেলবেন ভারতের বিপক্ষে!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:০৫ এএম, ২৯ জুন ২০১৯ শনিবার

আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করার সময় কাফ মাসলে টান লেগেছিল মাহমুদউল্লাহর। এ নিয়ে ভারতের বিপক্ষে খেলা নিয়ে অনেকটা শঙ্কা ছিল তার। তবে বার্মিংহামে এসে ধীরে-ধীরে সেরে উঠছেন বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যান।
জানা যায়, নিচু মাত্রার টিয়ার রয়েছে মাসলে। ফিজিও অবশ্য জানিয়ে দেন, কয়েকদিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবেন ডানহাতি ব্যাটসম্যান। বাস্তবেও সেটাই হচ্ছে। চার দিনের ব্যবধানে ইনজুরির অনেকটাই উন্নতি হয়েছে।
শুক্রবার ছেলেকে নিয়ে জুমার নামাজ পড়তে যান মাহমুদউল্লাহ। নামাজের আগে-পরে ক্রাচ ছাড়া বেশ সাবলীলভাবে হেঁটে ওঠেন গাড়িতে। তবে টিম হোটেল থেকে বের হওয়ার পর সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি।
মাহমুদউল্লাহ নিজে কিছু না বললেও ২ জুলাই ভারতের বিপক্ষে তার খেলা নিয়ে আশাবাদী খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশের টিম ম্যানেজার বলেছেন, আমার দৃঢ় বিশ্বাস, ভারত ম্যাচের আগে মাহমুদউল্লাহ সেরে উঠবে। এখন সে বেশ ভালোই আছে। সামান্য সুযোগ থাকলেও সে ভারতের বিপক্ষে অবশ্যই খেলবে।
মাহমুদউল্লাহ ছাড়া দলে ইনজুরি আছে আরো। ৮ জুন ইংল্যান্ডের বিপক্ষে ঊরুতে চোট পেয়েছিলেন তামিম ইকবাল। সেই ইনজুরি নিয়েই খেলছেন তিনি। অধিনায়ক মাশরাফী তো অনেক দিন ধরেই হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে খেলছেন। সাইফউদ্দিন পিঠের ব্যথার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারেননি। অবশ্য আফগানিস্তান ম্যাচে খেলেছেন তিনি।