যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধি দলের বৈঠক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:০৩ এএম, ২৯ জুন ২০১৯ শনিবার

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যু্ব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের সঙ্গে জাইকা প্রতিনিধি দলের এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বৈঠক শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, জাইকা প্রতিনিধি দলের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। জাইকা বাংলাদেশের ক্রীড়ার মান উন্নয়নে সহযোগিতা করতে চায়। তারা সুইমিং, ফুটবল সহ অন্যান্য খেলার কোচ পাঠাতে আগ্রহী। প্রায় ২০০ এর মতো জাপানি কোম্পানি বাংলাদেশে কাজ করছে। তারা ও আমাদের ক্রীড়ার উন্নয়নে সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন জাইকা প্রতিনিধিরা।
এসময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মতিঝিলে একটি মাল্টিপারপজ স্পোর্টস কমপ্লেক্স নির্মাণে জাইকাকে সহযোগিতার আহবান জানান।
সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. জাফর উদ্দীন উপস্থিত ছিলেন।