এক হোটেলে টিম বাংলাদেশ-ভারত
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৫৫ এএম, ২৯ জুন ২০১৯ শনিবার

২৫ জুন সাউদাম্পটন থেকে বাংলাদেশ দল বার্মিংহাম আসে। উঠে হায়াত রিজেনসি হোটেলে। একই হোটেলে শুক্রবার উঠেছে টাইগার্সদের পরের ম্যাচের প্রতিপক্ষ কোহলি-ধোনিরা।
ম্যানচেস্টার থেকে রওনা হয়ে বিরাট কোহলির দল বার্মিংহামের হোটেলে ওঠার আগে স্থানীয় মসজিদে জুমার নামাজ পড়তে বেরিয়ে পড়েন মাশরাফী, মুশফিক, মাহমুদউল্লাহরা।
এদিনও ছিল টাইগার ক্রিটোরদের ছুটি। তার আগে সাব্বির নিজেই গাড়ি ড্রাইভ করে চলে যান বাইরে। বাকি ক্রিকেটাররা ছুটিতে চলে গেছেন বিভিন্ন শহরে। ঘুরে বেরিয়ে কাটছে তাদের সময়।
টিম হোটেলে সাংবাদিকদের প্রবেশ নিষেধ। বিসিবির আলোকচিত্রী রতন গোমেজের পোস্ট দেয়া এক ছবিতে দেখা যায় অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার সঙ্গে মহেন্দ্র সিং ধোনির কথা হচ্ছে। দুজনে হাত মেলাচ্ছেন।
রোববার ছুটি কাটিয়ে আবার অনুশীলনে নেমে যাবে দল। বিশ্বকাপে টিকে থাকতে হলে বাংলাদেশকে জিততেই হবে ভারতের বিপক্ষে। অন্যথায় থেমে যাবে সেমিফাইনালের স্বপ্ন।
রোববার ইংল্যান্ডকে হারালে ভারতের বিশ্বকাপ সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে। তাতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে সেরা একাদশ নাও খেলাতে পারে ভারত। সেমিফাইনাল, ফাইনালের চিন্তায় ভারথীয়দের কয়েকজনকে দেয়া হতে পারে বিশ্রাম।
সেমির পথ খুঁজতে রোববার মাশরাফীর দল চাইবে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের জয়। শেষ চারে ওঠার দৌড়ে থাকতে হলে ইংল্যান্ডের হার প্রত্যাশা ছাড়া আপাতত কিছু করারও নেই বাংলাদেশের!