রোববার   ১৮ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ২০ জ্বিলকদ ১৪৪৬

প্রোটিয়া-লংকা দ্বৈরথে মৌমাছি বিনোদন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৫২ এএম, ২৯ জুন ২০১৯ শনিবার

ক্রিকেট খেলা বিনোদনের অন্যতম একটি মাধ্যম। তবে মাঝে মাঝে এই  বিনোদনের মাঝেও পাওয়া যায় অন্যরকম বিনোদন। তবে এ ধরণের বিনোদন মূলত খেলা চলাকালীন সময়ে অস্বাভাবিক কোন ঘটনা থেকে পাওয়া যায় যা থেকে খেলা বন্ধ রাখতে হয়। 

ক্রিকেটে সাধারণত বোলাররা বল ছুড়ে ব্যাটসম্যানকে ঘায়েল করার চেষ্টা করেন। ভূপাতিত করার মাধ্যমে বোলার তার ক্ষিপ্রতাই প্রকাশ করেন। তবে কেমন হয় যদি বোলার ফিল্ডার সবাই একসাথে ভূপাতিত হয়ে থাকে? 

ক্রিকেট বিশ্বকাপের ৩৫তম ম্যাচে ঘটলো এমনই এক মজার ঘটনা। নিজেদের ভেতর ম্যাচে মুখোমুখ দক্ষিণ আফ্রিকা-শ্রীলংকা। তখন ইনিংসের ৪৮তম ওভারের খেলা চলছে। মৌমাছির হঠাৎ আক্রমণের কারণে মাঠের মধ্যেই শুয়ে পড়েন দুই দলের ক্রিকেটার ও আম্পায়াররা। আর সেজন্য কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় খেলাটি। 

 

এতে অবশ্য উপস্থিত দর্শকরা বেশ মজাই পেয়েছেন বলা যায়। ক্রিকেট ম্যাচে মাঝেমধ্যেই মৌমাছির আক্রমণ দেখা যায়। আজকের মতো এর আগে বিভিন্ন ম্যাচেই দেখা গেছে এই ঘটনা। 

তবে এই নিয়ে দক্ষিণ আফ্রিকা-শ্রীলংকা লড়াইয়ে এ নিয়ে দ্বিতীয়বার এই ঘটনাটি ঘটল। ২০১৭ সালের ফেব্রুয়ারীতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ মাঠে শেষবার এই দুইদলের ম্যাচে মৌমাছি আক্রমণ করেছিল। কাকতালীয় ব্যাপার, সেবারো ঘটনাটি ঘটেছিল শ্রীলংকা ব্যাটিং করার সময়ই।

মৌমাছির আক্রমণে খেলায় কিছুটা বিঘ্ন ঘটলেও যথাসময়েই শেষ হয়েছে খেলা। প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ২০৪ রানের লক্ষ্য গড়তে পেরেছে লঙ্কানরা।

এই ম্যাচে হারলে সেমিফাইনালের পথটা কঠিন হয়ে যাবে করুনারত্নের দলের জন্য। অপরদিকে সাত ম্যাচের পাঁচটিতে হেরে আগেই আসর থেকে বিদায় নিয়েছে প্রোটিয়ারা। তাই এই ম্যাচটি তাদের জন্য নিয়মরক্ষার ম্যাচ ছাড়া আর কিছুই না।