অবশেষে বিশ্বকাপে আমলার ফিফটি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৫০ এএম, ২৯ জুন ২০১৯ শনিবার

নিজেদের শেষবেলা এসে হাশিম আমলা ফিফটির মাধ্যমে রানের দেখা পেলেন। এই বিশ্বকাপে এটা আমলার প্রথম অর্ধশতক। ফিফটি করতে তাকে খেলতে হয়েছে ৫৭ বল।
দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ শেষ হয়ে গেলেও ম্যাচটি তাদের জন্য শুধুই নিয়মরক্ষার। তবে একই সঙ্গে তাদের মান রক্ষারও বলা যেতে পারে। নিয়ম রক্ষার এ ম্যাচে লংকানদের দেওয়া ২০৪ রানের লক্ষ্যে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা।
তবে মামুলি টার্গেট নিয়ে জয়ের পথে এখন পর্যন্ত ১ উইকেট হারিয়ে প্রোটিয়ারা দলীয় শতক পার করেছে। আমলা ৫২ ও ডু- প্লেসিস ৩৯ রানে ব্যাট করছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ ২২ ওভারে ১ উইকেট হারিয়ে ১১৭ রান।
এর আগে মালিঙ্গার দারুণ একটি ইয়োর্কারে বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেছেন ডি কক। এর আগে তিনি করেন ১৫ রান।
টুর্নামেন্টে এখনো পর্যন্ত ৭ ম্যাচ খেলে মাত্র ১টিতে জয়ের দেখা পেয়েছে আফ্রিকা। অথচ দল হিসেবে তাদের আরো বেশি জয় পাওয়া উচিত ছিল। তাই আজকের ম্যাচ জিতে কিছু বাড়তি পয়েন্ট নিয়ে মান বাঁচানোটাই মূল লক্ষ্য হবে তাদের জন্য।