শনিবার   ১৩ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৮ ১৪৩২   ২০ রবিউল আউয়াল ১৪৪৭

হ্যান্ডসাম নয়, ভুঁড়িওয়ালা ছেলেরাই বেশি কেয়ারিং!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৫৯ এএম, ২৯ জুন ২০১৯ শনিবার

আজকালকার মেয়েরা একটু হ্যান্ডসাম, ড্যাশিং ছেলে পছন্দ করে। সিক্স প্যাকের ভেলকিতে তারা মজে থাকতে চায় আজীবন। কিন্তু সমীক্ষা বলছে অন্য কথা।

যুক্তরাজ্যের হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক সমীক্ষা চালানো হয়। যেখানে ২৮১ জন দম্পতি সেখানে অংশ নেন।

গবেষনায় ফলাফল আসে, ভুঁড়িওয়ালা পুরুষরাই আদর্শ স্বামী হতে পারে। এছাড়াও কিছু ইতিবাচক কথা বলছেন গবেষকরা।

 

ধরুন আপনার মন কোনো কারণে খুব খারাপ। কোনো কারণে বিধ্বস্ত। এই সময়ে কোনো ভুঁড়িওয়ালা মানুষের সঙ্গে কথা বলুন, আপনি একটি পজিটিভ ভাইবস পাবেন। আপনার যাবতীয় মন খারাপ তুড়ি মেরে উড়ে যাবে।

এছাড়াও তারা বলছেন, কোনো দম্পতির পুরুষ মানুষটি যদি ভুঁড়িওয়ালা হয়ে থাকে তাহলে তার সঙ্গিনীর সঙ্গে সে সবসময় হাসি, মজা করতে পারে এবং তার মন সবসময় ভালোর রাখতে পারে। মোটা ভুঁড়িওয়ালা মানুষের মন ও ভালো হয় খুব। এই জন্যেই বিদেশে অনেক মহিলাই নিজের জীবন সঙ্গী হিসেবে মোটা ভুঁড়িওয়ালা মানুষকে বেছে নেন।