শুক্রবার   ১১ জুলাই ২০২৫   আষাঢ় ২৭ ১৪৩২   ১৫ মুহররম ১৪৪৭

নায়ক হয়ে পর্দায় আসছেন আসিফ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৪৫ এএম, ২৯ জুন ২০১৯ শনিবার

প্রথমবারের মতো চিত্রনায়ক হয়ে বড়পর্দায় আসছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। ‘গহীনের গান’ নামের পূর্ণ দৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্মে দেখা যাবে বাংলা গানের এই যুবরাজকে। বাংলাঢোল প্রযোজিত ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আসিফ।

এতে আসিফের গাওয়া নয়টি গানের ওপর এটি নির্মাণ করছেন লেখক ও নির্মাতা সাদাত হোসাইন। ছবির শুটিং শেষ হয়েছে। এখন আছে মুক্তির অপেক্ষায়। আসছে ঈদুল আজহায় সারাদেশে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা করা হয়েছে।

সিনেমাটি সম্পর্কে আসিফ আকবর বলেন, প্রথমবারের মতো আমার নয়টি গান নিয়ে নির্মিত মিউজিক্যাল মুভি ‘গহীনের গান’ রিলিজ হবে সামনে ঈদেই। সাদাতের পরিচালনায় প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাঢোল এ মুভিটি হলে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এটা কোন ব্লকবাস্টার মুভি না, এটা হবে আনন্দ বেদনার একটা চিত্র সমীক্ষা মাত্র, যেখানে আপনার জীবন কাহিনিও খুঁজে পাবেন।

 

‘গহীনের গান’-এ আসিফ আকবর ছাড়াও আরো অভিনয় করেছেন  ঢাকাই সিনেমার নায়ক আমান রেজা, জাতীয় চলচ্চিত্র প্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা ও তানজিকা আমিন প্রমুখ।