বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

এরশাদের অবস্থা উন্নতির দিকে: রওশন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:০২ এএম, ২৯ জুন ২০১৯ শনিবার

জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ জানিয়েছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা ক্রমশ উন্নতির দিকে যাচ্ছে।

শুক্রবার (২৮ জুন) সন্ধ্যায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন বিরোধীদলীয় নেতাকে দেখে এবং সিএমএইচ এর দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে আলাপ করে এমন আশাবাদ ব্যক্ত করেন রওশন এরশাদ।

এই সময় তিনি সিএমএইচ এর চিকিৎসায় সন্তোষ প্রকাশ করে বলেন, শারীরিক অবস্থার উন্নতির এই ধারাবাহিকতা বজায় থাকলে জাতীয় পার্টির চেয়ারম্যান দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তিনি হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার সন্তান সাদ এরশাদ।