বৃহস্পতিবার   ১৫ জানুয়ারি ২০২৬   মাঘ ১ ১৪৩২   ২৬ রজব ১৪৪৭

কাশ্মীরে পিকনিকের বাস খাদে পড়ে ১১ শিক্ষার্থী নিহত

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:২০ পিএম, ২৮ জুন ২০১৯ শুক্রবার

ভারতের কাশ্মীরে পিকনিকের মিনিবাস খাদে পড়ে অন্তত ১১ শিক্ষার্থী নিহত। এ ঘটনায় আহতে হয়েছেন আরো সাতজন। 

বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলের শপিয়ান শহরের কাছে আঁকাবাঁকা পথে নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসক মোহাম্মাদ সালিম মালিক জানান, হতাহতরা একটি বেসরকারি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থী। তিনি আরো বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর প্রায় ১ লাখ ৫০ হাজার নিহত এবং ৪ লাখ ৭০ হাজার মানুষ আহত হন। আর এসব দুর্ঘটনার জন্য বেশিরভাগ সময়ই বেপরোয়াভাবে যানবাহন চালানো, সড়কের দুর্বল রক্ষণাবেক্ষণ ও লক্কর-ঝক্কর গাড়ি দায়ী থাকে।