বৃহস্পতিবার   ২১ আগস্ট ২০২৫   ভাদ্র ৬ ১৪৩২   ২৬ সফর ১৪৪৭

রাশিয়ায় বিমান বিধ্বস্ত, অলৌকিকভাবে বেঁচে গেলেন যাত্রীরা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৪৯ পিএম, ২৮ জুন ২০১৯ শুক্রবার

রাশিয়ায় যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট এবং এক টেকনিশিয়ান নিহত হলেও অলৌকিকভাবে বেচেঁ গেছেন যাত্রীদের সবাই। 

অ্যাঙ্গারা এয়ারলাইন্সের টুইন টার্বোপ্রপ অ্যান্তোনোভ-২৪ মডেলের বিমানটি সাইবেরিয়ার নিযনিয়ানগার্স্ক বিমানবন্দর থেকে উড্ডয়নের খানিক পরেই ইঞ্জিনে যান্ত্রীক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়। - খবর দ্য সান

উড্ডয়নের পরপরই বিমানটির পাইলট কন্ট্রোল টাওয়ারের রেডিও সিগনালে বিমানটির ইঞ্জিনে ত্রুটির কথা জানিয়ে জরুরী অবতরনের অনুমতি চান। তবে বিমানটি অবতরন করতে গিয়ে রানওয়ে থেকে ছিটঁকে পড়ে ও পার্শ্ববর্তী একটি নর্দমা প্ল্যান্টের সঙ্গে সংঘর্ষ হয়।      
   
দুর্ঘটনা কবলিত বিমানটিতে ৪৩ জন যাত্রী ছিলো। বিমানটি প্ল্যান্টের সঙ্গে সংঘর্ষের কিছু পরেই তাতে আগুন ধরে যায়। তবে এর আগেই উদ্ধারকারী সব যাত্রীদেরকে উদ্ধার করতে সমর্থ হয়। কিন্তু বিমানের ককপিটে অবস্থান করা পাইলট ভ্লাদিমির কোলোমিন ও টেকনিশিয়ান ওলেগ বার্দানোভ ঘটনাস্থলেই নিহত হন। তবে কো-পাইলট সের্গেই সাযোনোভ ও ফ্লাইট অ্যাটেন্ডেন্ড অ্যালিনা ল্যাপুৎস্কায়া সৌভাগ্যবশত বেচেঁ যান। 

 

দুর্ঘটনায় বিমানটির ৩১ জন যাত্রী আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বলে কর্তৃপক্ষ জানিয়েছে।