রোববার   ১৮ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ২০ জ্বিলকদ ১৪৪৬

সুখবর পেলেন বিরাট কোহলি, মুখ খুললেন আনুশকা!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:১৩ এএম, ২৮ জুন ২০১৯ শুক্রবার

বিয়ের পরে নিজেদের প্রফেশনাল লাইফ থেকে কিছুটা দূরে থাকলেও বর্তমানে ক্যারিয়ারে বেশ ভাল সময়ই কাটাচ্ছে বিরাট কোহলি এবং আনুশকা শর্মা। একজন ব্যাট হাতে বিশ্বকাপের মাঠ কাপাচ্ছেন আর একজন রূপালি পর্দায় নিজেকে মেলে ধরেছেন।

তবে এত কিছুর মাঝেও এক ‘বিরাট’ খবর পেলেন ভারতের জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। দেশটির বিভিন্ন গণমাধ্যম খবর প্রকাশ করেছে, এবার বাবা হতে চলেছেন বিরাট! আর এতেই তেলে বেগুনে জ্বলে উঠলেন আনুশকা। অভিনেত্রী মুখ খুলতে এক রকম বাধ্য হলেন।

এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে আনুশকা বলেন, গুজব মানুষই ছড়ায়। কিন্তু এটা পুরোপুরি অপ্রয়োজনীয় এবং বোকা বোকা একটা বিষয়। কেননা বিয়ের খবর চেপে রাখতে পারলেও গর্ভবতী হওয়ার খবর কেউ চেপে রাখতে পারে না!

 

তিনি আরো বলেন, প্রত্যেক অভিনেত্রীই বিয়ের পরে এই অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়। বিয়ে ঠিক হবার আগেই বিয়ে এবং গর্ভবতী হওয়ার আগেই মা বানিয়ে দেয়াটা আসলেই খুব কষ্টদায়ক।

প্রসঙ্গত, ২০১৭ সালের ডিসেম্বরে ইতালিতে নিজেদের ডেস্টিনেশন ওয়েডিং সারেন এ তারকা দম্পত্তি। বিয়ের পরে নিজেরদ সময় দেয়ার পরে আবারো ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তারা। এরপরে সময় পেলেই ছুটে যান একে অন্যের কাছে। বিভিন্ন ট্যুরে বিরাটের পাশে নিয়মিত দেখা যায় আনুশকাকে।