শুক্রবার   ১১ জুলাই ২০২৫   আষাঢ় ২৭ ১৪৩২   ১৫ মুহররম ১৪৪৭

তানিয়া আহমেদের গল্পে ‘পরী’ দেখুন আজ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৩১ এএম, ২৮ জুন ২০১৯ শুক্রবার

অভিনেতা গোলাম কিবরিয়া তানভীর এবং লাক্সতারকা মিম মানতাসা জুটি বেঁধে অভিনয় করে অভিনয় করেছেন ‘পরী’ নামের একটি টেলিফিল্মে। এটি নির্মিত হয়েছে  অভিনেত্রী তানিয়া আহমেদের গল্পে। নাটকটিতে তানিয়া নিজেও অভিনয় করেছেন। 

এ প্রসঙ্গে তানিয়া আহমেদ বলেন, এই গল্পটি আমার এক বন্ধুর কাছ থেকে জানা। তার পরিচিত একজন নারী ও ভাস্তির মধ্যে এমন শাসন ও মানসিক চাপে রাখার বিষয় দেখেছে। সেখান থেকে অনুপ্রাণিত হয়েই গল্প সাজানো হয়েছে।

টেলিফিল্মটির বিষয়ে তানভীর বলেন, তানিয়া আপুর অনেক বড় ভক্ত আমি। তার গল্পে এবং একই স্ক্রিনে প্রথম কাজ করলাম। নাটকেও মানতাসার সঙ্গে এটি আমার প্রথম কাজ। সবমিলিয়ে ভালো লাগার একটি প্রজেক্ট।

 

তিনি বলেন, গল্পে তানিয়া আহমেদ ও মানতাসার মধ্যে যে সমস্যাগুলো থাকে শেষে দেখা যাবে আমি সমাধান করি। দর্শকদের পরী দেখার আমন্ত্রণ জানাই।

১৯৫২ এন্টারটেনমেন্টের ব্যানারে দয়াল সাহার রচনায় এবং শেখ রুনার পরিচালনায় পরী নির্মিত হয়েছে। টেলিফিল্মটি শুক্রবার দুপুর ৩টা ০৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হবে।