রোববার   ১৮ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ২০ জ্বিলকদ ১৪৪৬

বিশ্বকাপ মাতাতে ইংল্যান্ড যাচ্ছেন টাইগার মিলন!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:২৮ এএম, ২৮ জুন ২০১৯ শুক্রবার

সব কিছু ছাড়িয়ে ক্রিকেট মানুষের আবেগের অনেক বড় একটা জায়গা করে নিয়েছে। ক্রিকেট অনেক খেলোয়াড়কে বানিয়েছে তারকা। আবার এই ক্রিকেট দর্শকদেরও তারকা বানিয়ে ছেড়েছে। গ্যালারিতে টাইগারদের সমর্থন দিয়েই বনে যান তারকা। তাদের অভিনব উপস্থিতি ও নিবেদন দিয়েছে তারকার সম্মান। এমনই একজন টাইগার মিলন। আর তাই ইংল্যান্ড বিশ্বকাপ দেখতে যাওয়ার ভিসা পেলেন টাইগার মিলন।

বিশ্বকাপে যেতে না পেরে হতাশায় মুষড়ে পড়েছিলেন দেশের ক্রিকেটের ‘বাঘ’ খ্যাত দুই আইকনিক সমর্থক টাইগার মিলন ও টাইগার শোয়েব। শোয়েবের সেই হতাশা এখনো রয়ে গেলেও সুখবর পেয়েছেন মিলন। ইংল্যান্ডের ভিসা হাতে পাওয়ায় মাঠে বসে টাইগারদের দ্বাদশ বিশ্বকাপে সমর্থন দেয়ার স্বপ্ন পূরণ হচ্ছে তার।

টাইগার মিলনের ভিসা পাওয়ার সুখবর নিজেই ঘোষণা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি এক ফেসবুক পোস্টে জানান,  ‘টাইগার মিলনের ভিসা হয়েছে। সে তার হুংকার দিতে লন্ডন রওনা হচ্ছে!’

 

তবে মিলন ভিসা পেলেও এখনো কোনো সুখবর মেলেনি টাইগার শোয়েবের। মিলনের মতই বাঘ সেজে টাইগারদের অকুণ্ঠ সমর্থন যোগাতে অভ্যস্ত মিলন শেষপর্যন্ত ভিসা পাবেন কি না এ নিয়েও আছে শঙ্কা। কেননা বিশ্বকাপ ইতোমধ্যে শেষের প্রহর গোণা আরম্ভ করে দিয়েছে।

 

 

 

তার প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ‘আরেক টাইগারকে (শোয়েব) গতকাল (বুধবার) আবার আবেদন করিয়েছি, দেখা যাক।’

দীর্ঘ সময় অপেক্ষার পর গত ১০ জুন ভিসা পান টাইগার শোয়েব। কিন্তু এখনো ভিসা হাতে আসেনি তার। তাই নতুন করে দুই দফা আবারো আবেদন করছেন। অন্যদিকে প্রায় এক মাস ধরে আটকে ছিল টাইগার মিলনের পাসপোর্টই। জটিলতা এড়াতে দুই ভক্তকেই তাই বারবার ছুটে যেতে হচ্ছিল ভিসা সেন্টারে।

 

ইংল্যান্ডের ভিসা পাওয়া অন্যান্য অনেক দেশের চেয়ে কিছুটা জটিল। সেই জটিলতা পেরিয়ে মিলনের বিশ্বকাপ কাছ থেকে ‘চেখে দেখা’ হতে যাচ্ছে। ভাগ্যে ঝুলে আছেন শোয়েব!